২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

শান্তি আলোচনায় জেলেনস্কির উপস্থিতিকে দরকারি মনে করেন না ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। - ছবি : বিবিসি

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসানে শান্তি আলোচনায় কিয়েভের উপস্থিতিকে গুরুত্বপূর্ণ মনে করেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির হাতে শান্তি আলোচনার জন্য ‘কোনো কার্ড’ নেই। আমি তাকে বৈঠকগুলোর জন্য খুব গুরুত্বপূর্ণ মনে করি না।’

শুক্রবার ফক্স নিউজ রেডিওর ‘দ্য ব্রায়ান কিলমিড শো’তে এক সাক্ষাৎকারে ট্রাম্প জেলেনস্কির যুদ্ধ পরিচালনারও সমালোচনা করেন। তিনি বলেন, ‘আমি বহু বছর ধরেই তাকে দেখছি। তার শহরগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, তার মানুষ মরছে, তার সৈন্যরা শেষ হয়ে যাচ্ছে।’

‘আমি দেখছি কোনো কার্ড ছাড়াই তিনি আলোচনা করছেন। তার কোনো কার্ড নেই। আপনি এটি দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবেন। আপনি বিরক্ত হয়ে যাবেন এবং আমার হাতে কার্ড চলে আসবে।’

গত কয়েক সপ্তাহে ট্রাম্পের মুখে জেলেনস্কির সমালোচনা শোনার পর বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, এগুলোর সূত্রপাত মস্কো থেকে হয়েছে।

তবে ট্রাম্প এটাও বলেছেন, তিনি অবশ্যই ইউক্রেনের প্রেসিডেন্টের ফোন কল গ্রহণ করবেন। যদিও কয়েকবার তিনি অভিযোগ করেছেন যে জেলেনস্কি যুদ্ধ বন্ধ করতে ব্যর্থ হয়েছেন।

সৌদি আরবে শান্তি আলোচনায় ইউক্রেনের অনুপস্থিতির বিষয়ে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া মনে করে জেলেনস্কির সাথে কোনো চুক্তিতে পৌঁছানো অসম্ভব।’

তিনি বলেন, তিনি বিশ্বাস করেন যে রাশিয়া আন্তরিকভাবে যুদ্ধ অবসানে একটি চুক্তি করতে চাইছে। কিন্তু ভ্লাদিমির পুতিনকেই সেই চুক্তি করতে হবে এমনটা নয়।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, গত তিন বছর ধরে আলোচনায় জেলেনস্কির অংশগ্রহণে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি। তিনি তিন বছর ধরে বৈঠকে আছেন। কিন্তু কিছুই করা হয়নি।

ইউক্রেনের ধ্বংসযজ্ঞ স্বীকার করে ট্রাম্প যুক্তি দিয়েছিলেন যে শান্তি আলোচনায় জেলেনস্কির অংশগ্রহণ চুক্তিতে পৌঁছানো আরো কঠিন করে তুলেছে। সে চুক্তি করা খুব কঠিন করে তোলে।’

সূত্র : সিনহুয়া ও অন্যান্য 


আরো সংবাদ



premium cement