২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

কূটনৈতিক মিশনের কার্যক্রম স্বাভাবিক করতে সম্মত যুক্তরাষ্ট্র ও রাশিয়া

কূটনৈতিক মিশনের কার্যক্রম স্বাভাবিক করতে সম্মত যুক্তরাষ্ট্র ও রাশিয়া - ছবি - সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও রাশিয়া তাদের কূটনৈতিক মিশনের কার্যক্রম পুনরায় স্বাভাবিক করতে সম্মত হয়েছে।

মঙ্গলবার সৌদি আরবে মার্কিন ও রাশিয়ার সিনিয়র কর্মকর্তাদের সাথে আলোচনার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ তথ্য জানিয়েছেন।

এই পদক্ষেপটি যুক্তরাষ্ট্রে রাশিয়ান কূটনৈতিক মিশনের ওপর নিষেধাজ্ঞা উল্লেখযোগ্যভাবে শিথিল করার ইঙ্গিত দিচ্ছে। এর আগের মার্কিন প্রশাসন ইউক্রেনে মস্কোর আক্রমণ ও অন্যান্য রাশিয়ান পদক্ষেপের কারণে রুশ কূটনৈতিক মিশনের ওপর বেশকিছু নিষেধাজ্ঞা জারি করেছিল।

গত মাসে ক্ষমতা গ্রহণের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শীর্ষ কর্মকর্তাদের ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ অবসানে আলোচনা শুরু করার নির্দেশ দেন। তারই ধারাবাহিকতায় সৌদি আরবের রাজধানী রিয়াদে এ বৈঠকের আয়োজন করা হয়।

রুবিও জানান, দুই দেশই নিজ নিজ কূটনৈতিক মিশনের কার্যক্রম দ্রুত পুনঃপ্রতিষ্ঠা করতে প্রাথমিকভাবে প্রয়োজনীয় কর্মকর্তাদের নিয়ে দল গঠনে সম্মত হয়েছে।

গত এক দশক ধরে পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি পদক্ষেপের ধারাবাহিকতায় দুই দেশ কূটনীতিকদের বহিষ্কার করেছে এবং একে অপরের মিশনে নতুন কর্মী নিয়োগ সীমিত করেছে। ফলে তাদের নিজ নিজ দূতাবাসে কর্মী সংখ্যা খুবই কম।

রুবিও মার্কিন বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, ‘এই কার্যক্রম অব্যাহত রাখার জন্য আমাদের কার্যকর কূটনৈতিক মিশন থাকা দরকার যারা স্বাভাবিকভাবে কাজ করতে সক্ষম।’

তিনি আরো জানিয়েছেন, দুই দেশের মিশন কিভাবে পুনরুদ্ধার করা হবে তার বিস্তারিত তথ্য তিনি জনসমক্ষে প্রকাশ করবেন না।

এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ শনিবার রিয়াদে আলোচনার আগে রুবিওর সাথে এক ফোনালাপে রাশিয়ার মার্কিন মিশনের কার্যকারিতার বিষয়টি উত্থাপন করেছেন।

সূত্র : রয়টার্স


আরো সংবাদ



premium cement