২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

ট্রাম্পের অনুমোদনে ভারী বোমার চালান পেল ইসরাইল

ট্রাম্পের অনুমোদনে ভারী বোমার চালান পেল ইসরাইল - ছবি - সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অস্ত্র রফতানির ওপর বাইডেনের প্রশাসনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর যুক্তরাষ্ট্র থেকে ভারী এমকে-৮৪ বোমার একটি চালান পেয়েছে ইসরাইল।

রোববার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

রোববার সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকা সত্ত্বেও তিনি ইসরাইলে বোমা রফতানির ওপর বাইডেন প্রশাসনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন। কারণ তিনি ‘শক্তির মাধ্যমে শান্তিতে’ বিশ্বাস করেন।

দুই হাজার পাউন্ডের আনগাইডেড এমকে-৮৪ বোমাটি পুরু কংক্রিট ও ধাতু ভেদ করে বিস্ফোরণের বিস্তৃত ব্যাসার্ধ তৈরি করতে পারে।

গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ এলাকার ওপর এর প্রভাব সম্পর্কে উদ্বেগের কারণে বাইডেন প্রশাসন ইসরাইলে রফতানির জন্য এগুলোর ছাড়পত্র দিতে অস্বীকৃতি জানায়। যদিও ২০২৩ সালের ৭ অক্টেবরের পর বাইডেন প্রশাসন ইসরাইলে হাজার হাজার এমকে-৮৪ বোমা পাঠিয়েছিল। কিন্তু পরে নিষেধাজ্ঞার মাধ্যমে একটি চালান তারা আটকে দেয়। গত মাসে ট্রাম্প এ নিষেধাজ্ঞাটি তুলে নেন।

এদিকে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ শনিবার রাতে বলেন, ‘ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর আজ রাতে ইসরাইলে আসা অস্ত্রের চালানটি বিমান বাহিনী ও সামরিক বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদের প্রতিনিধিত্ব করে এবং ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী জোটের প্রমাণ হিসেবে কাজ করে।’

সূত্র : রয়টার্স


আরো সংবাদ



premium cement