২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর প্রথম মধ্যপ্রাচ্য সফরে থাকছে গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর প্রথম মধ্যপ্রাচ্য সফরে থাকছে গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা - ছবি : বাসস

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রোববার জেরুজালেমে ইসরাইলি প্রধানমন্ত্রীর সাথে গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবেন।

সর্বশেষ বন্দী-বন্দী বিনিময়ের একদিন পর তিনি মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন। জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ওয়াশিংটনের শীর্ষ কূটনীতিক হিসেবে এই অঞ্চলে তার প্রথম সফর এটি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শনিবার রাতে ইসরাইলে পৌঁছেছেন।

রুবিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা উপত্যকার নিয়ন্ত্রণ গ্রহণ এবং এর দুই মিলিয়নেরও বেশি বাসিন্দাকে স্থানান্তরিত করার প্রস্তাব, যা ব্যাপকভাবে নিন্দিত হয়েছে, সেই প্রস্তাবকে রুবিও এগিয়ে নিয়ে যাবেন বলে আশা করা হচ্ছে।

এই পরিকল্পনায় ইসরাইল এবং ফিলিস্তিনি হামাসের মধ্যে ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে বিধ্বস্ত উপকূলীয় অঞ্চলটিকে ’মধ্যপ্রাচ্যের রিভেরা’ হিসেবে পুনর্গঠনের কল্পনা করা হয়েছে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সাম্প্রতিক হোয়াইট হাউস সফরের সময় এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। তবে বিশ্ব নেতারা এটি প্রত্যাখ্যান করেছেন।

ভঙ্গুর যুদ্ধবিরতির অধীনে ষষ্ঠ বিনিময়ে হামাস গাজায় তিন ইসরাইলি জিম্মিকে মুক্তি দেয়। বিনিময়ে ইসরাইলও ৩৬৯ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়। এর কয়েক ঘন্টা পরেই রুবিও তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করেন।

যুদ্ধের স্থায়ী সমাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের আলোচনা আগামী সপ্তাহে দোহায় শুরু হবে বলে আশা করা হচ্ছে।

রুবিও ইসরাইল সফর শেষ করে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সফর করবেন।

সোমবার তার সৌদি আরব সফরের আলোচনা কঠিন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ, রিয়াদ ট্রাম্পের আঞ্চলিক পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

ট্রাম্প ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন, এখন ইসরাইলকে সিদ্ধান্ত নিতে হবে তারা কী করবে, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নেয়া সিদ্ধান্তকে সমর্থন করবে!

সূত্র : এএফপি/বাসস


আরো সংবাদ



premium cement