গাজা আমার ওপর নির্ভর করলে ’কঠোর’ অবস্থান নিতাম : ট্রাম্প
- নয়া দিগন্ত অনলাইন
- ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪২, আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৪
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19692403_113.jpg)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার জানিয়েছেন, যদি গাজা তার ওপর নির্ভর করত তাহলে তিনি এ বিষয়ে ‘কঠোর’ অবস্থান নিতেন।
ট্রাম্প তার ওভাল অফিসে সাংবাদিকদের বলেন, ‘আমি জানি না ১২টার সময় কী হতে যাচ্ছে। এটা যদি আমার ওপর নির্ভর করত তাহলে আমি গাজার বিষয়ে কঠোর অবস্থান নিতাম। আমি বলতে পারছি না ইসরাইল কী করতে চলেছে।’
এ সপ্তাহের শুরুতে ট্রাম্প প্রস্তাব দিয়েছিলেন, যদি অবরুদ্ধ গাজা উপত্যকায় সব পণবন্দীদের মুক্তি দেয়া না হয় তাহলে ইসরাইল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তি বাতিল করা হবে।
এর আগে, হামাস জানায়, ইসরাইলের চুক্তি ‘লঙ্ঘনের’ কারণে নির্ধারিত দিন শনিবারে পণবন্দীদের মুক্তি দেয়া হবে না। তবে কাতার এবং মিশরের মধ্যস্থতার পর চুক্তি অনুযায়ী এই সপ্তাহের শেষে পণবন্দীদের মুক্তি দিতে সম্মত হয়েছে হামাস।
সম্প্রতি ট্রাম্প গাজা দখল করে ফিলিস্তিনিদের প্রতিবেশী দেশগুলোতে পুনর্বাসিত করার এবং গাজাকে ‘মধ্যপ্রাচ্যের রিভেরাতে’ পরিণত করার পরামর্শ দেন।
তার এ প্রস্তাব আরব বিশ্ব এবং এর বাইরেও ব্যাপক নিন্দার সম্মুখীন হয়েছে।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা