যুক্তরাষ্ট্রে আবারো চালু হয়েছে টিকটক
- নয়া দিগন্ত অনলাইন
- ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৯, আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৪০
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19692350_176.jpg)
অ্যাপল ও গুগল বৃহস্পতিবার ঘোষণা করেছে যে টিকটক আবারো তাদের মার্কিন অ্যাপ স্টোরগুলোতে পুনরায় চালু হয়েছে।
চীনা ইন্টারনেট প্রযুক্তি কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন জনপ্রিয় শর্ট-ভিডিও শেয়ারিং অ্যাপটি নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কয়েক ঘন্টা আগে ১৮ জানুয়ারি উভয় স্টোর থেকে সরিয়ে ফেলা হয়।
বৃহস্পতিবার পর্যন্ত অ্যাপলের অ্যাপ স্টোর এবং গুগল প্লেতে এটি ডাউনলোড করা যাচ্ছিল না। তবে যারা আগে অ্যাপটি ডাউনলোড করেছিলেন তারা এটি ব্যবহার করতে পারছিলেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ মাসের শুরুতে বলেছিলেন যে টিকটকের প্রতি ‘তার আগ্রহ’ রয়েছে। ট্রাম্প প্রশাসন এটি বিক্রির জন্য একটি চুক্তির ব্যবস্থা করতে চেয়েছিল।
শপথ গ্রহণের পর ট্রাম্প ৭৫ দিনের জন্য অ্যাপটির নিষেধাজ্ঞা বিলম্বিত করার লক্ষ্যে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।
এর আগে, যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ জাতীয় নিরাপত্তার অভিযোগ তুলে টিকটকের মালিকানা তাদের কাছে হস্তান্তর করতে চাপ দেয়। টিকটক কর্তৃপক্ষ এ নিয়ে একটি আপিল করে। গত বছর বাইটড্যান্সকে মার্কিন কোনো মালিকের কাছে এ বছরের ১৯ জানুয়ারির মধ্যে টিকটক বিক্রি করতে বলা হয়। কিন্তু টিকটক তা করেনি। পরে মার্কিন সুপ্রিম কোর্ট টিকটক নিষিদ্ধের আইনটি বহাল রাখে। সূত্র : আনাদোলু অ্যাজেন্সি