যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী তাড়াতে আরেকটি বিল পাস
- নয়া দিগন্ত অনলাইন
- ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৮, আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪৪
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19692348_180.jpg)
যুক্তরাষ্ট্রে সীমান্তরক্ষী বাহিনী থেকে পালিয়ে আসা অবৈধ অভিবাসীদের প্রবেশে বাধা দিতে মার্কিন প্রতিনিধি পরিষদে আরো একটি বিল পাস হয়েছে।
অ্যাজেন্ট রাউল গঞ্জালেজ অফিসার সেফটি অ্যাক্ট ২৬৪-১৫৫ ভোটে বিলটি পাস হয়। এটি অবৈধ অভিবাসীদের অপরাধ করার জন্য এবং গাড়ি চালানোর সময় ইচ্ছাকৃতভাবে ফেডারেল অফিসারদের এড়িয়ে যাওয়ার জন্য দায়ী করে।
হাউস স্পিকার মাইক জনসন বলেন, ‘এই বিলটি একটি শক্তিশালী বার্তা প্রদান করে। যারা অবৈধভাবে আমাদের সীমান্ত অতিক্রম করবে এবং আমাদের কর্মকর্তাদের নিরাপত্তা বিপন্ন করবে, তাদের কঠোর ফৌজদারি এবং অভিবাসন শাস্তির মুখোমুখি হতে হবে।’
এ আইন অনুসারে, যদি কেউ ইচ্ছাকৃতভাবে মার্কিন সীমান্তের ১০০ মাইল মধ্যে গাড়ি চালায় এবং মার্কিন সীমান্ত টহল বা আইন প্রয়োগকারী সংস্থা থেকে পালিয়ে যায়, তাহলে তাকে কারাদণ্ড, জরিমানা এবং নির্বাসন দেয়া হবে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর থেকে রিপাবলিকানরা আমেরিকানদের সুরক্ষা এবং মার্কিন সীমান্ত সুরক্ষিত করার জন্য দ্রুত পদক্ষেপ নিয়েছে।
গত মাসে ট্রাম্প নির্দিষ্ট কিছু অপরাধের জন্য অভিযুক্ত বা দোষী সাব্যস্ত অবৈধ অভিবাসীদের জন্য লেকেন রিলে আইনে স্বাক্ষর করেন। সূত্র : আনাদোলু অ্যাজেন্সি