ভারতে সামরিক অস্ত্র বিক্রি বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
- নয়া দিগন্ত অনলাইন
- ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২৫, আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪৩
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19692347_174.jpg)
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বছর ভারতে সুপারসনিক এফ-৩৫ যুদ্ধ বিমানসহ অস্ত্র বিক্রি বাড়ানোর ঘোষণা দিয়েছেন।
শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার ওয়াশিংটনে মোদি ট্রাম্পের সাথে দেখা করেন। সে সময় তারা বাণিজ্য থেকে শুরু করে অভিবাসনসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। নিরাপত্তার বিষয়টি অ্যাজেন্ডার শীর্ষে ছিল।
ট্রাম্প মোদির সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, ‘এ বছর থেকে আমরা ভারতে বহু বিলিয়ন ডলারের সামরিক অস্ত্র বিক্রি বাড়াবো।’
তিনি আরো বলেন, ‘আমরা ভারতকে এফ-৩৫ স্টিলথ ফাইটার বিমান সরবরাহের পথও প্রশস্ত করছি।’
মার্কিন প্রেসিডেন্ট বলেন, দুই দেশ ‘ইসলামী সন্ত্রাসবাদ এবং এ সংক্রান্ত হুমকি’সহ নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোতে একসাথে কাজ করবে এবং বাণিজ্য ঘাটতি কমানোর জন্য একটি বাণিজ্য চুক্তিও করবে। এছাড়া ভারত আরো মার্কিন তেল ও গ্যাস আমদানি করবে।
ট্রাম্পের শপথ গ্রহণের পর মোদি চতুর্থ বিশ্বনেতা, যিনি তার সাথে দেখা করেছেন। তবে ট্রাম্পের প্রথম মেয়াদে এই জুটির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। এই সম্পর্ক দুই নেতাকে বৃহৎ প্রতিরক্ষা চুক্তিতে পৌঁছাতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। সূত্র : আল জাজিরা