১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১, ১৩ শাবান ১৪৪৬
`

অবশেষে মার্কিন নাগরিককে মুক্তি দিলো রাশিয়া

অবশেষে মার্কিন নাগরিককে মুক্তি দিলো রাশিয়া - ছবি : সংগৃহীত

রাশিয়ায় বেড়াতে গিয়ে আটক মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার নাগরিক মার্ক ফগেলকে মুক্তি দিয়েছে মস্কো।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) হোয়াইট হাউস জানিয়েছে, বহু আলোচনার পর রাশিয়া মার্ককে মুক্তি দিতে সম্মত হয়েছে।

এর আগে মার্কিন কূটনীতিক স্টিভ উইটকফ রাশিয়ায় গেছিলেন মার্কের মুক্তি নিয়ে রুশ প্রতিনিধিদের সাথে আলোচনা করতে।

জানা যায়, ২০২১ সালে রাশিয়ায় বেড়াতে গিয়ে দেশটির বিমানবন্দরে বন্দী হয়েছিলেন মার্ক ফগেল। পেনসিলভেনিয়ার এই নাগরিকের কাছে গাঁজা পাওয়া গেছিল বলে অভিযোগ ছিল রাশিয়ার। যদিও মার্ক ও তার পরিবারের দাবি ছিল, মার্কের কাছে যে গাঁজা পাওয়া গেছে তা চিকিৎসকের দেয়া প্রেসক্রিপশনে লেখা ছিল। কিন্তু রুশ কর্তৃপক্ষ তা মানতে চায়নি। ফলে, তাকে গ্রেফতার করা হয়। তখন থেকেই রাশিয়ার কারাগারে বন্দী ছিলেন আমেরিকান এই নাগরিক।

মঙ্গলবার হোয়াইট হাউসে মার্কিন জাতীয় নিরপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ জানান, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও স্টিভ উইটকফের একান্ত চেষ্টায় এই কাজ সফল হয়েছে। রাশিয়া ইতিবাচক সাড়া দিয়েছে।’

তিনি আরো জানান, ‘এবার ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়েও রাশিয়া একইরকম ইতিবাচক অবস্থান নেবে বলে আমরা আশাবাদী।’

এ সময় মার্কিন প্রশাসন জানায়, ‘উইকফের সাথেই দেশে ফিরছেন মার্ক ফগেল। তারা রাশিয়ার বিমানবন্দর থেকে বিমানেও উঠে পড়েছে।’

বুধবার (১২ ফেব্রুয়ারি) তাকে পরিবারের হাতে তুলে দেয়া হবে বলেও জানায় মার্কিন প্রশাসন।

ফগেলের মুক্তির খবর শোনার পরেই তার পরিবারে উৎসব শুরু হয়েছে।

মার্কিন প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে সংবাদমাধ্যমের সামনে তারা বলেন, ‘গত কয়েকবছর মূলত অন্ধকারের মধ্যে কেটেছে। এতদিনে আমরা একটু আশার আলো দেখতে পাচ্ছি। প্রশাসনের প্রতি আমরা কৃতজ্ঞ।’

উল্লেখ্য, ২০২১ সালের আগস্টে মস্কোর একটি বিমানবন্দরে মার্ক ফগেলের কাছে ১৭ গ্রাম গাঁজা পাওয়ায় তাকে গ্রেফতার করেছিল রাশিয়া। ২০২২ সালের জুন মাসে ফগেল দোষী প্রমাণিত হন। পরে মাদক রাখার অপরাধে তাকে ১৪ বছর কারাবাসের শাস্তি দেয় রুশ আদালত।

যুক্তরাষ্ট্র তখন থেকেই তাকে মুক্ত করার চেষ্টা করে আসছিল। অবশেষে সফলতা পেল মার্কিন প্রশাসন।

তবে মার্কিন নাগরিককে মুক্তির বিনিময়ে রাশিয়ার কোনো নাগরিককে যুক্তরাষ্ট্র মুক্তি দিয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement