১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১, ১১ শাবান ১৪৪৬
`

শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দেবে ইউরোপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প - ছবি : সংগৃহীত

ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর যুক্তরাষ্ট্র যে শুল্কারোপ করেছে, সেটার যথাযথ জবাব দেয়া হবে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান ভন ডের লিয়ন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি বলেন, ‘তারাও কঠোর পাল্টা পদক্ষেপ নেবেন।’

আগের দিন বিদেশী ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ করারোপ করে নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম মেয়াদেও এমনই পদক্ষেপ নিয়েছিলেন তিনি।

এই শুল্কারোপের কারণে বৈশ্বিক প্রতিযোগিতা থেকে কিছুটা স্বস্তি পাবেন মার্কিন ধাতব ব্যবসায়ীরা। কারণ এতে তারা অনেক বেশি দামে পণ্য বিক্রি করতে পারবেন। সোমবার দেশটির ইস্পাত ও অ্যালুমিনিয়ামের শেয়ারের দামও বেড়ে গেছে।

ভন ডের লিয়ন বলেন, ‘ইউরোপের স্বার্থ সুরক্ষায় পদক্ষেপ নেয়া হবে। ব্যবসায় শুল্ক খারাপ, আর ভোক্তাদের জন্য সেটা আরো খারাপ। ইউরোপের ওপর অন্যায়ভাবে কর চাপিয়ে দেয়া হলে জবাব দেয়া হবে- অনেক কঠোর ও সমানুপাতিক পাল্টা পদক্ষেপ নেয়া হবে।’

ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতি জার্মানির চ্যান্সেলর ওলাভ শলজ পার্লামেন্টে বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি আমাদের জন্য বিকল্প কোনো পথ খোলা না রাখে, তাহলে ইউরোপীয় ইউনিয়ন ঐক্যবদ্ধভাবে জবাব দেবে।’

বাণিজ্য যুদ্ধে শেষ পর্যন্ত উভয় পক্ষকেই খেসারত দিতে হবে বলে মন্তব্য করেন তিনি। তবে ইউরোপ কী ধরনের পাল্টা পদক্ষেপ নেবে, তা স্পষ্ট করেনি। এর আগে ২০১৮ সালে ইস্পাতের ওপর শুল্কারোপ করেছিল যুক্তরাষ্ট্র। তখন যুক্তরাষ্ট্রের নির্মিত মোটরসাইকেল, বোরবন হুইস্কি, পিনাট বাটারসহ বিভিন্ন পণ্যে পাল্টা করারোপ করেছিল ইইউ।

এভাবে রাজস্ব আরোপ করা হলে তাতে দু‘পক্ষের জন্যই হীতে বিপরীত ফল আসবে বলে মনে করেন ইউরোপীয় ইউনিয়ন কমিশনের ভাইস-প্রেসিডেন্ট মারকোস সেফকোভিক।

তিনি বলেন, আটলান্টিক মহাসাগরীয় দেশগুলোর মধ্যকার ব্যাপক বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্কের কারণে যে গভীর ও সমন্বিত উৎপাদন চেইন তৈরি হয়েছে, সেটা বিবেচনায় নিলে এই শুল্কারোপ ভালো ফল দেবে না।

মারকোস সেফকোভিক বলেন, ‘আমাদের শ্রমিক, ব্যবসা ও ভোক্তাদের আমরা রক্ষা করবো। যদিও এটা আমাদের পছন্দনীয় পথ না, আমরা গঠনমূলক আলোচনার বিষয়ে প্রতিশ্রুতিশীল থাকব। আমরা আলোচনার জন্য প্রস্তুত। কাজেই দু’পক্ষের স্বার্থরক্ষা করে একটি সমাধানের পথ বের করতে হবে।’

ইউরোপীয় ইউনিয়নের হিসাবে, দু’পক্ষের বাণিজ্যের আকার হবে এক লাখ ৫০ হাজার কোটি মার্কিন ডলারের, যা বিশ্ব বাণিজ্যের ৩০ শতাংশের প্রতিনিধিত্ব করে।

মারকোস সেফকোভিক বলেন, ‘এই করারোপে দু’পক্ষের জন্যই ব্যাপক ঝুঁকি রয়েছে।’
সূত্র : এএফপি


আরো সংবাদ



premium cement
পশ্চিম তীরে কী চায় তেল আবিব? প্রবীণ নারী রুখমিনিয়ার বয়স ১১৬ বছর বাংলাদেশ নারী দলের প্রধান কোচ হলেন সরোয়ার ইমরান বাংলাদেশ ও সৌদির মধ্যে আমদানি-রফতানি কৌশল প্রণয়নের ওপর গুরুত্বারোপ শেখ হাসিনা দেশ অস্থিতিশীল করলে দায় ভারতের : মামুনুল হক খুলনায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বিশেষ সেল গঠন করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অপারেশন ডেভিল হান্ট : কারমাইকেল কলেজ ছাত্রলীগ নেতা গ্রেফতার চুরির দায়ে এমপি-মন্ত্রীদের হাত কর্তন করলে বাংলাদেশ চোরমুক্ত হবে : চরমোনাই পীর তানযীমুল উম্মাহ হেফজ মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত জনপ্রশাসনে আচরণগত পরিবর্তনে সুপারিশ কমিশনের

সকল