১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১, ১১ শাবান ১৪৪৬
`

অ্যালুমিনিয়াম ও ইস্পাতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত ট্রাম্পের

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প - ছবি - সংগৃহীত

যুক্তরাষ্ট্রে প্রবেশকারী সমস্ত ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ আমদানি কর ঘোষণা করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পদক্ষেপের সবচেয়ে বড় প্রভাব পড়বে কানাডায়।

সোমবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ট্রাম্প আরো জানান, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানিতে কর আরোপকারী সব দেশের ওপর পারস্পরিক শুল্ক আরোপের বিষয়ে সপ্তাহের শেষের দিকে একটি ঘোষণা করা হবে। তবে কোন দেশগুলো শুল্কের আওতায় পড়বে বা কোনো ছাড় থাকবে কিনা তা নির্দিষ্ট করে বলেননি।

ট্রাম্প বলেন, ‘যদি তারা আমাদের ওপর শুল্ক আরোপ করে, আমরাও আরোপ করব।’

কানাডা ও মেক্সিকো যুক্তরাষ্ট্রের দু’টি বৃহত্তম ইস্পাত ব্যবসায়িক অংশীদার। এর মধ্যে কানাডা যুক্তরাষ্ট্রে অ্যালুমিনিয়াম ধাতুর বৃহত্তম সরবরাহকারীও।

ট্রাম্প তার প্রথম মেয়াদে কানাডা, মেক্সিকো এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ইস্পাত আমদানির ওপর ২৫ শতাংশ এবং অ্যালুমিনিয়াম আমদানির ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেন।

কিন্তু এক বছর পর কানাডা ও মেক্সিকোর সাথে যুক্তরাষ্ট্র এই শুল্ক প্রত্যাহারের জন্য একটি চুক্তিতে পৌঁছায়। যদিও ইইউর আমদানি কর ২০২১ সাল পর্যন্ত বহাল ছিল।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যাতায়াতের জন্য নির্ধারিত বিশেষ উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে বসে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প জানান, তিনি সোমবার ইস্পাত ও অ্যালুমিনিয়ামের জন্য ‘সবার’ ওপর শুল্ক ঘোষণা করবেন।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে আসা যেকোনো ইস্পাতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।’

এর জবাবে, কানাডার অন্টারিও প্রদেশের প্রধানমন্ত্রী ডগ ফোর্ড একটি অনলাইন পোস্টে ট্রাম্পকে ‘লক্ষ্যস্থল পরিবর্তন এবং ক্রমাগত বিশৃঙ্খলার কারণে কানাডার অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলার’ অভিযোগ করেন। কানাডার ইস্পাত উৎপাদন অন্টারিওতে কেন্দ্রীভূত।

এদিকে ট্রাম্পের মন্তব্যের ফলে দক্ষিণ কোরিয়ার প্রধান ইস্পাত ও গাড়ি নির্মাতাদের মজুদও কমে গেছে। দক্ষিণ কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রে ইস্পাতের অন্যতম প্রধান রফতানিকারক।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement