১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১, ১১ শাবান ১৪৪৬
`

গুয়ান্তানামোতে কারাবন্দীদের তৃতীয় ফ্লাইট পাঠালো ট্রাম্প প্রশাসন

গুয়ান্তানামোতে কারাবন্দীদের তৃতীয় ফ্লাইট পাঠালো ট্রাম্প প্রশাসন - ছবি - সংগৃহীত

কিউবায় অবস্থিত যুক্তরাষ্ট্রের কারাগার গুয়ান্তানামোতে ‘উচ্চ-হুমকিসম্পন্ন অবৈধ অভিবাসীদের’ বহনকারী তৃতীয় ফ্লাইটটি শুক্রবার পৌঁছেছে।

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির শীর্ষ কর্মকর্তা ক্রিস্টি নোম কার সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

নোম শুক্রবার কিউবার গুয়ান্তানামো কারাগার পরিদর্শন করেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তার অফিসিয়াল অ্যাকাউন্টে সফরের বিস্তারিত শেয়ার করে ‘উচ্চ-ঝুঁকির অবৈধ অনুপ্রবেশকারীদের’ তৃতীয় ফ্লাইট পৌঁছানোর একটি ভিডিও পোস্ট করেন।

এ সময় তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘গ্যাং সদস্যরা আর আমাদের দেশে নিরাপদ আশ্রয় পাবে না।’

তবে কতজনকে সামরিক কার্গো জেট থেকে নামানো হয়েছে অথবা তাদের বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি নোম।

গুয়ান্তানামো বে অভিযান তত্ত্বাবধানকারী মার্কিন সাউদার্ন কমান্ড, ফ্লাইটের সংখ্যা সম্পর্কে কোনো মন্তব্য করেনি। তবে শনিবার জানিয়েছে যে আটক কেন্দ্রে বর্তমানে ‘ছত্রিশ জনের বেশি ব্যক্তি’ রয়েছেন।

সাউদার্ন কমান্ড আরো জানায়, তারা প্রতিরক্ষা বিভাগের নির্দেশ অনুসারে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান সমর্থন করার জন্য প্রস্তুত এবং যেকোনো নতুন আগতদের আন্তর্জাতিক মানবিক মানদণ্ড অনুযায়ী নিরাপদ এবং মানবিকভাবে আচরণ করা হবে।

শুক্রবার আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নসহ অভিবাসীদের অধিকার গোষ্ঠীগুলো হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস), পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনকে একটি চিঠি পাঠায়। চিঠিতে গুয়ান্তানামো কারাগারে পাঠানো ব্যক্তিদের তথ্য এবং তাৎক্ষণিক যোগাযোগের দাবি করা হয়।

নোমের গুয়ান্তানামো সফর ‘উচ্চ-হুমকিসম্পন্ন অবৈধ অভিবাসীদের’ দ্বিতীয় ফ্লাইট আগমনের একদিন পরেই হলো। তিনি সোশ্যাল মিডিয়ায় এই অবৈধ অভিবাসীদের ’খুনি ও ভয়ংকর অপরাধচক্রের সাথে জড়িত সদস্য’ হিসেবে বর্ণনা করেন।

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সামরিক কার্গো বিমানটিতে ১৩ জন ‘উচ্চ হুমকির’ ব্যক্তিকে নিয়ে আসা হয়েছে।

সূত্র : ভয়েস অফ আমেরিকা


আরো সংবাদ



premium cement