০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১, ৮ শাবান ১৪৪৬
`

ইসরাইলের বিরুদ্ধে গণহত্যা মামলায় দক্ষিণ আফ্রিকার ওপর কঠোর অবস্থান ট্রাম্পের

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প - ছবি - সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ আফ্রিকায় মার্কিন আর্থিক সহায়তা কমানোর জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। যুক্তরাষ্ট্রের মিত্র ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলা ও ভূমি নীতির কারণে ট্রাম্প দেশটির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে।

গাজায় ইসরাইলের সামরিক আক্রমণের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলা করে দক্ষিণ আফ্রিকা। এ মামলা নিয়ে ওয়াশিংটন অভিযোগ তোলে।

হোয়াইট হাউস গণহত্যার মামলাটিকে দক্ষিণ আফ্রিকার ওয়াশিংটন ও তার মিত্রদের বিরুদ্ধে অবস্থান নেয়ার উদাহরণ হিসেবে উল্লেখ করে।

এছাড়াও দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ কৃষক ও তাদের পরিবারকে শরণার্থী হিসেবে পুনর্বাসনের জন্য ওয়াশিংটন একটি পরিকল্পনা তৈরি করবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

এর আগে, ট্রাম্প কোনোরকম প্রমাণ উল্লেখ করা ছাড়াই বলেন, দক্ষিণ আফ্রিকা জমি দখল করছে এবং কিছু নির্দিষ্ট শ্রেণির মানুষের সাথে খারাপ আচরণ করছে।

এদিকে দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণকারী ও ট্রাম্পের ঘনিষ্ঠ বিলিওনিয়ার ইলন মাস্ক বলেন, শ্বেতাঙ্গ দক্ষিণ আফ্রিকানরা ‘বর্ণবাদী মালিকানা আইনের’ শিকার।

ট্রাম্পের স্বাক্ষরিত নির্বাহী আদেশটি দক্ষিণ আফ্রিকার মানবাধিকার সমস্যাগুলোর সমাধান করবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

সূত্র : জেরুসালেম পোস্ট


আরো সংবাদ



premium cement