সামনের সপ্তাহে ওয়াশিংটনে জেলেনস্কির সাথে বৈঠক হতে পারে : ডোনাল্ড ট্রাম্প
- নয়া দিগন্ত অনলাইন
- ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৯
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19690803_172.jpg)
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সামনের সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ওয়াশিংটনে তার সাক্ষাত হতে পারে। ওয়াশিংটন থেকে এএফপি এ কথা জানায়।
গতকাল হোয়াইট হাউজে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সাথে কথা বলার আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, সামনে সপ্তাহে সম্ভবত জেলেনস্কির সাথে আমার সাক্ষাত হতে যাচ্ছে। আমি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথেও কথা বলব।
তবে রাশিয়ার প্রেসিডেন্ট সাবেক কেজিবি প্রধান পুতিনের সাথে ট্রাম্প কখন কথা বলবেন, ওই বিষয়ে তিনি বিস্তারিত বলেননি।
হোয়াইট হাউজে গতকাল ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি যদি সে সময় আমেরিকার প্রেসিডেন্ট থাকতেন, তাহলে ইউক্রেন সঙ্কট আজ এই পর্যায়ে আসতো না।
সূত্র : এএফপি/বাসস