০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১, ৮ শাবান ১৪৪৬
`

বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করলেন ট্রাম্প

বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করলেন ট্রাম্প - ছবি - সংগৃহীত

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসাথে গোয়েন্দা সংস্থা থেকে প্রতিদিনের ব্রিফিংয়ে তার প্রবেশাধিকার প্রত্যাহার করা হয়েছে। চার বছর আগে বাইডেনও ট্রাম্পের সাথে একই কাজ করেছিলেন।

শনিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় বলেন, ‘জো বাইডেনের গোপন তথ্য পাওয়ার কোনো প্রয়োজন নেই।’

ট্রাম্প ইতোমধ্যেই চার ডজনেরও বেশি সাবেক গোয়েন্দা কর্মকর্তার নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছেন। তিনি ২০২০ সালের নির্বাচনে তাদের বিরুদ্ধে বাইডেনের পক্ষে হস্তক্ষেপের অভিযোগ এনেছিলেন।

শুক্রবার সন্ধ্যায় ট্রাম্প এক বার্তায় বলেন, ‘বাইডেন ২০২১ সালে এই নজির স্থাপন করেন। তিনি ইন্টেলিজেন্স কম্যুনিটিকে (আইসি) নির্দেশ দেন যেন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্টকে (আমাকে!) জাতীয় নিরাপত্তা সম্পর্কিত তথ্য দেয়া থেকে বিরত থাকে। এটি সাবেক প্রেসিডেন্টদের প্রতি সৌজন্য হিসেবে দেয়া হয়।’

ডেমোক্র্যাটের গোপন নথি সংরক্ষণের বিষয়ে বিচার বিভাগের তদন্তের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘সংবেদনশীল তথ্যের ক্ষেত্রে বাইডেনের ওপর আস্থা রাখা যায় না।’ তদন্তে বাইডেনের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা না হলেও বলা হয় যে তার স্মৃতিশক্তি দুর্বল।

এর আগে, ২০২১ সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পরপরই বাইডেন বলেছিলেন, তিনি মনে করেন গোয়েন্দা তথ্যগুলো পাওয়ার বিষয়ে ট্রাম্পকে ভরসা করা যায় না। ‘অস্থির প্রকৃতির’ ট্রাম্প গোপন তথ্যগুলো অন্যদের দিয়ে দিতে পারেন বলে আশঙ্কা করেছিলেন তিনি।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement
শিরোপা নিয়ে কাল বরিশাল যাচ্ছেন তামিমরা মিয়ানমারের সাথে বাণিজ্য সম্পর্ক উন্নয়নে নতুন স্থলবন্দর তৈরি করা হবে বিপিএলে আসা সব বিদেশী ক্রিকেটারের দায়িত্ব নেবে বিসিবি আগে গণহত্যার বিচার, তারপর অন্যকিছু : জামায়াত আমির সামনের সপ্তাহে ওয়াশিংটনে জেলেনস্কির সাথে বৈঠক হতে পারে : ডোনাল্ড ট্রাম্প আজ থেকে গাজীপুরসহ সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ দিল্লিতে গেরুয়া ঝড়, মসনদে ফিরছে বিজেপি ফার্মগেটে ৩টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার, নিষ্ক্রিয় করলো সিটিটিসি মান্দায় চাচার লাঠির আঘাতে ভাতিজা নিহত, গ্রেফতার ১ দীর্ঘ ৬ বছর পর রাবিতে শিক্ষক নিয়োগ কার্যক্রম, নীতিমালায় থাকছে না পরিবর্তন বাংলাদেশীকে আটকের পর মারধরে করে ছেড়ে দিলো বিএসএফ

সকল