০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১, ৭ শাবান ১৪৪৬
`

চীনে ইরানি তেল পরিবহনকারী নেটওয়ার্কের ওপর নিষেধাজ্ঞা জারি যুক্তরাষ্ট্রের

চীনে ইরানি তেল পরিবহনকারী নেটওয়ার্কের ওপর নিষেধাজ্ঞা জারি যুক্তরাষ্ট্রের - ছবি - সংগৃহীত

চীনে ইরানি অপরিশোধিত তেল পরিবহনকারী একটি নেটওয়ার্কের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন ট্রেজারি বিভাগ।

বৃহস্পতিবার মার্কিন ট্রেজারি জানিয়েছে, তারা প্রতি বছর লাখ লাখ ব্যারেল ইরানি অপরিশোধিত তেল চীনে পাঠাতে সহায়তাকারী কয়েকজন ব্যক্তি ও ট্যাঙ্কারের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। তেহরানের ওপর চাপ বাড়ানোর জন্য এ পদক্ষেপটি নেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সপ্তাহে ইরানের অপরিশোধিত তেল রফতানি শূন্যের কোঠায় নামিয়ে আনার প্রতিশ্রুতি দেয়ার পর ইরানের তেলের ওপর এটিই প্রথম মার্কিন নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্র দেশটিকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার চেষ্টা করছে।

ট্রেজারি বিভাগের অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইরানের আর্মড ফোর্সেস জেনারেল স্টাফের (এএফজিএস) জাহাজে তেলের চালান পাঠানো প্রতিষ্ঠান সেপের এনার্জির ওপর এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এছাড়াও নিষেধাজ্ঞার আওতায় চীন, ভারত ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ও ব্যক্তিরা এবং বেশ কিছু জলযানও রয়েছে।

ট্রেজারি জানায়, চীনে ইরানি তেল পরিবহনের কারণে তারা পানামা-পতাকাযুক্ত সিএইচ বিলিয়ন ট্যাঙ্কার এবং হংকং-পতাকাযুক্ত স্টার ফরেস্ট ট্যাঙ্কারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে।

তারা আরো জানায়, এএফজিএসের অধীনে সেপের এনার্জি ও তার সাথে সম্পৃক্ত কোম্পানিগুলো ‘এড়িয়ে যাবার জন্য প্রতারণামূলক পদ্ধতি ব্যবহার করে।’ এর মধ্যে রয়েছে জাহাজ চলাচলের মিথ্যে নথিপত্র, যাতে করে এটা বোঝা না যায় যে এই তেলের উৎস হচ্ছে ইরান এবং যা তারা চীনসহ বিদেশী ক্রেতাদের কাছে পৌঁছে দেয়।

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি বা অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ‘ইরান তার পারমণবিক কর্মসূচীর উন্নয়নের জন্য এবং প্রাণনাশী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সামরিক ড্রোন উৎপাদনের জন্যও এই অর্থ ব্যবহার করছে।’

এর আগে, ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন যাতে তেহরানকে তার পারমাণবিক কর্মসূচী থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্র সরকারকে সর্বোচ্চ চাপ প্রয়োগের নির্দেশ দেয়া হয়।

সূত্র : রয়টার্স ও ভয়েস অফ আমেরিকা


আরো সংবাদ



premium cement