০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`

শতাধিক অবৈধ অভিবাসীকে ভারতে পৌঁছে দিলো মার্কিন উড়োজাহাজ

শতাধিক অবৈধ অভিবাসীকে ভারতে পৌঁছে দিলো মার্কিন উড়োজাহাজ - ছবি : সংগৃহীত

অবৈধ অনুপ্রবেশের দায়ে শতাধিক ভারতীয়কে নিয়ে যুক্তরাষ্ট্রের একটি পরিবহন বিমান পাঞ্জাবে অবতরণ করেছে। স্থানীয় সময় মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দিনের শেষভাগে সামরিক উড়োজাহাজটি টেক্সাস থেকে রওনা দিয়েছে। বর্তমানে উড়োজাহাজটি অমৃতসরে রয়েছে।

কর্তৃপক্ষ বলছে, এই অভিবাসনপ্রত্যাশীদের ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

কাগজপত্রহীন বিদেশী নাগরিকদের স্ব স্ব দেশে ফেরত পাঠাতে পদক্ষেপ নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তার নির্বাচনী প্রচারে গুরুত্বপূর্ণ ইস্যু ছিল এটি।

মার্কিন প্রশাসন বলছে, তারা ১৮ হাজার ভারতীয় অভিবাসীকে শনাক্ত করতে পেরেছেন, যারা অবৈধভাবে দেশটিতে ঢুকেছে বলে ধারণা করা হচ্ছে।

ট্রাম্প বলেন, ‘ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে আশ্বস্ত করেছেন যে যেসব অভিবাসনপ্রত্যাশীকে যুক্তরাষ্ট্র বিতাড়িত করছে, তাদের বিষয়ে যেটা সঠিক, সেটিই তিনি করবেন।’

যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত অভিবাসনপ্রত্যাশীদের গ্রহণ করতে একটি বিশেষ কাউন্টার খোলা হয়েছে বলে জানিয়েছে পাঞ্জাব কর্তৃপক্ষ। তাদের সাথে আন্তরিক ব্যবহার করা হবে বলেও জানিয়েছেন তারা।

অমৃতসরে ভারতীয় বিমান বাহিনী ভবনের কাছে পুলিশি ব্যারিকেডের বাইরে সাংবাদিকদের জড়ো হতে দেখা গেছে।

বিবিসির খবরে বলা হয়, মার্কিন সামরিক উড়োজাহাজে ১০৪ ভারতীয় অভিবাসনপ্রত্যাশী আছেন। নিয়মিত যাত্রীদের থেকে আলাদাভাবে বিশেষ কাউন্টারের মাধ্যমে তাদের গ্রহণ করা হবে। এরপর বাসযোগে পাঞ্জাব, হরিয়ানা, ছত্তিশগড়, উত্তর প্রদেশ ও গুজরাটে তাদের নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেয়া হবে।

অভিবাসনপ্রত্যাশীদের দেশে ফেরত পাঠাতে সামরিক উড়োজাহাজ ব্যবহার করছে ট্রাম্প প্রশাসন। তবে উড়োজাহাজে করে অভিবাসীদের ভারতে ফেরত পাঠানোর ঘটনা নতুন কিছু না। ২০২৪ রাজস্ব বছরে, যা সেপ্টেম্বরে শেষ হয়েছে, এক হাজারের বেশি ভারতীয়কে চার্টার ও বাণিজ্যিক ফ্লাইটে দেশে পাঠিয়ে দেয়া হয়েছে।

অক্টোবরে শতাধিক ভারতীয়কে ফেরত পাঠিয়েছে মার্কিন অভিবাসন ও শুল্ক সংস্থা আইসিই। যুক্তরাষ্ট্রে অবস্থান করার মতো প্রয়োজনীয় কাগজপত্র তাদের কাছে ছিল না। তবে ভারত থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসনপ্রত্যাশীদের বেশিভাগই শিখপ্রধান পাঞ্জাব ও প্রতিবেশী হরিয়ানা রাজ্যের। এসব অঞ্চল থেকেই বিদেশে পাড়ি জমানোর ঘটনা বেশি ঘটছে। এছাড়া মোদির রাজ্য গুজরাট থেকেও বহু মানুষ দেশ ছেড়ে অন্যত্র যাচ্ছেন।

অক্টোবরে এক সংবাদ ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বার্নস্টেইন মুরেই বলেন, গেল কয়েক বছরে যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দের তাড়ানোর ঘটনা ক্রমেই বাড়ছে। সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে ভারতীয়দের অনুপ্রবেশের ঘটনাও আগের চেয়ে বেশি।

যুক্তরাষ্ট্রের সরকারি হিসাব বলছে, ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে পাঁচ হাজার ৪৭৭ ভারতীয়কে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করেছে আইসিই। সবচেয়ে বেশি বিতাড়নের ঘটনা ঘটেছে ২০২০ সালে- দুই হাজার ৩০০ জন।

তবে যুক্তরাষ্ট্রে কত সংখ্যক অবৈধ ভারতীয় আছেন, সেই সংখ্যা সুস্পষ্টভাবে জানা সম্ভব হয়নি।

পিউ রিসার্চ সেন্টার বলছে, ২০২২ সাল পর্যন্ত এই সংখ্যাটা সাত লাখ ২৫ হাজার হবে। তার মানে মেক্সিকো ও এল সালভাদরের পরেই যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ভারতীয় অবৈধ অভিবাসী রয়েছেন।

মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউট বলছে, এই সংখ্যাটা তিন লাখ ৭৫ হাজার হবে। এতে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীর দিকে থেকে ভারত পঞ্চম স্থানে আছে।

যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের মধ্যে তিন শতাংশেরই কোনো বৈধ কাগজপত্র নেই। যুক্তরাষ্ট্রের জনসংখ্যার ২২ শতাংশের জন্ম বিদেশে। আইসিইর নথি বলছে, নভেম্বরে যুক্তরাষ্ট্রের নাগরিক না, এমন ১৪ লাখ ৪০ হাজার মানুষের তালিকা আটক হয়নি এমন ব্যক্তিদের ডকেটে দেখা গেছে। তাদের বিতাড়িত করার চূড়ান্ত আদেশ রয়েছে। তালিকায় ১৭ হাজার ৯৪০ ভারতীয় রয়েছেন।


আরো সংবাদ



premium cement
‘ফেনী সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে’ চার প্রদেশ, নতুন বিভাগ, ডিসি-ইউএনও পদবি পরিবর্তনসহ সংস্কারে যত প্রস্তাব স্বপ্নের ফাইনালে চিটাগং কিংস উপজেলা পর্যায়ে আদালত স্থাপনের সুপারিশ সহজ জয়ে আর্জেন্টিনা, লড়তে হলো ব্রাজিলকে সাবেক এমপি ফজলে করিমকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ হাটহাজারীতে চেয়ারম্যান গ্রেফতার, সমর্থকদের হামলায় ওসি-ডিবিসহ আহত ৬ হাসিনার যেকোনো রাজনৈতিক পদক্ষেপের জন্য ভারত দায়ী থাকবে : নাহিদ স্বর্ণের দামে ফের রেকর্ড, ভরি ১৪৭৮১৮ টাকা মেধাভিত্তিক রাষ্ট্র গঠনে বই পড়ার কোনো বিকল্প নেই : বাউবি ভিসি হেটমায়ারের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে খুলনার সংগ্রহ ৬ উইকেটে ১৬৩ রান

সকল