০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`

খুব শিগগির ইইউর ওপর শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প - ছবি : পার্সটুডে

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যে খুব শিগগির শুল্ক আরোপ করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইইউভুক্ত দেশগুলোর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘তারা সত্যিকার অর্থেই যুক্তরাষ্ট্রের সুবিধা নিয়েছে। তারা আমাদের থেকে গাড়ি নেয় না, কৃষিপণ্য নেয় না। তারা প্রায় কিছুই নেয় না। আর আমরা লাখ লাখ গাড়ি থেকে শুরু করে বিপুল পরিমাণে খাদ্য ও কৃষিপণ্য পর্যন্ত সবকিছু এদের কাছ থেকে নেই।’

ব্রিটেনসহ ইইউর ওপর শুল্কারোপের সময়সীমা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘সময়সীমা নির্ধারণ হয়েছে, এমনটা বলব না। তবে এটি খুব শিগগির হতে চলেছে।’

ট্রাম্প আরো বলেন, ‘বিশ্বের প্রায় সব দেশ কার্যত যুক্তরাষ্ট্রকে ঠকিয়েছে। আমাদের প্রায় প্রতিটি দেশের সাথে ঘাটতি রয়েছে। আমরা এটির পরিবর্তন ঘটাতে যাচ্ছি। আমাদের সাথে যা হয়েছে তা অন্যায্য।’

ব্রিটেনের বিরুদ্ধে শুল্ক আরোপ সম্পর্কে ট্রাম্প বলেন, ‘ব্রিটেন লাইনের বাইরে। তবে আমি নিশ্চিত যে এটি সমাধান করা যেতে পারে।’ তিনি জানান, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে তার সুসম্পর্ক থাকার কারণে তিনি বাণিজ্য নীতি নিয়ে তার সাথে খোলাখুলি আলোচনা করতে পারবেন।

এদিকে, ট্রাম্পের শুল্ক অরোপের হুমকির প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ২৭ দেশের এই জোট জানিয়েছে, অন্যায্যভাবে বা ইচ্ছাকৃতভাবে ইইউ পণ্যের ওপর শুল্ক আরোপ করলে ইইউ তার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানাবে।

রোববার কানাডা, চীন ও মেক্সিকোতে ট্রাম্পের শুল্ক আরোপের বিষয়ে কথা বলার সময় জোটের একজন মুখপাত্র এ কথা বলেন।

সম্প্রতি মেক্সিকো ও কানাডার ওপর ২৫ শতাংশ এবং চীনের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। পাল্টা ব্যবস্থা হিসেবে একই হারে মার্কিন পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একই পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে মেক্সিকো ও চীন।

সূত্র : বিবিসি, রয়টার্স ও পার্সটুডে


আরো সংবাদ



premium cement
জুলাই-জানুয়ারিতে ২৩৫৫ কোটি ডলারের পোশাক রফতানি জামালপুরে জেলা আওয়ামী লীগ নেতা গ্রেফতার তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার যৌক্তিকতা পাচ্ছে না সরকার কবর থেকে তুলে পুনরায় দাফন করা হবে হাসান নাসরুল্লাহকে বাংলাদেশের সাথে আরো বেশি অর্থনৈতিক সম্পৃক্ততার প্রত্যাশা ভারতের রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭ আটক ইউক্রেনীয় সেনাদের হত্যা করছে রাশিয়া গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল মার্কেট-ভবন সাম্প্রদায়িক সহিংসতায় ২৩ জনকে হত্যার দাবি প্রত্যাখ্যান সরকারের মানুষের কল্যাণের জন্যই বিএনপির রাজনীতি : ডা: শাহাদাত হোসেন গুমের ঘটনায় শেখ হাসিনাসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা জড়িত : এইচআরডব্লিউ

সকল