দক্ষিণ আফ্রিকায় তহবিল বন্ধের সিদ্ধান্ত ট্রাম্পের
- নয়া দিগন্ত অনলাইন
- ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৩, আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৫
জমি বাজেয়াপ্তকরণ এবং কিছু নির্দিষ্ট শ্রেণীর মানুষের সাথে খারাপ আচরণের অভিযোগে দক্ষিণ আফ্রিকার অর্থায়ন বন্ধ করবেন বলে রোববার জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মের এক বার্তায় বলেন, ‘দক্ষিণ আফ্রিকা জমি বাজেয়াপ্ত করছে এবং কিছু নির্দিষ্ট শ্রেণীর মানুষের সাথে খুবই খারাপ আচরণ করছে। আমাদের সবার চোখের সামনে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র কোনোভাবেই এ পরিস্থিতির পক্ষে দাঁড়াবে না, আমরা ব্যবস্থা নেব। এছাড়াও এই পরিস্থিতির পূর্ণাঙ্গ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমি দক্ষিণ আফ্রিকার ভবিষ্যতের সমস্ত তহবিল বন্ধ করে দেব।’
পরে সাংবাদিকদের সাথে এক ব্রিফিংয়ে ট্রাম্প কোনো উদাহরণ না দিয়েই বলেন, ‘দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব কিছু ভয়ঙ্কর কাজ করছে।’
এদিকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা গত মাসে একটি বিলে স্বাক্ষর করেছেন, যাতে বলা হয়েছে যে সরকার নির্দিষ্ট পরিস্থিতিতে, জনস্বার্থে যে সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নেয় তার জন্য ‘শূন্য ক্ষতিপূরণ’ দিতে পারে।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় জমির মালিকানা নিয়ে বহু বছর ধরেই বিতর্ক চলছে। বর্ণবাদের অবসানের তিন দশক পরেও দেশটির বেশিভাগ কৃষিজমি এখনো শ্বেতাঙ্গদের মালিকানাধীন।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি ও টিআরটি ওয়ার্ল্ড