২৮ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১, ২৭ রজব ১৪৪৬
`

নির্বাসন চুক্তির পর কলম্বিয়ার ওপর শুল্ক ও নিষেধাজ্ঞা জারি থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র

নির্বাসন চুক্তির পর কলম্বিয়ার ওপর শুল্ক ও নিষেধাজ্ঞা স্থগিত করলো যুক্তরাষ্ট্র - ছবি - সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত অভিবাসী বহনকারী সামরিক বিমান গ্রহণে সম্মত হয়েছে বলে রোববার জানিয়েছে হোয়াইট হাউস। ফলে দেশ দু’টি বাণিজ্য যুদ্ধের দ্বারপ্রান্ত থেকে সরে এসেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অভিবাসন দমন অভিযানের অংশ হিসেবে অবৈধ অভিবাসী বহনকারী সামরিক বিমান গ্রহণে অস্বীকৃতি জানানোর জন্য কলম্বিয়ার ওপর শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন।

কিন্তু রোববার রাতে এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, কলম্বিয়া অবৈধ অভিবাসীদের গ্রহণ করতে সম্মত হয়েছে। তাই ওয়াশিংটন শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপ করবে না।

হোয়াইট হাউস বলেছে, ‘কলম্বিয়া সরকার প্রেসিডেন্ট ট্রাম্পের সমস্ত শর্ত মেনে নিয়েছে। তারা কোনো রকমের সীমাবদ্ধতা বা বিলম্ব ছাড়াই মার্কিন সামরিক বিমানে যুক্তরাষ্ট্র থেকে ফিরে আসা কলম্বিয়ার সকল অবৈধ অভিবাসীদের গ্রহণ করবে।’

বিবৃতিতে আরো জানানো হয়েছে, যদি কলম্বিয়া এই চুক্তিকে সম্মান করতে ব্যর্থ হয়, তাই দেশটির ওপর শুল্ক ও নিষেধাজ্ঞা জারির খসড়া আদেশে স্বাক্ষর করা না হলেও তা সংরক্ষিত থাকবে।

রোববার রাতে এক বিবৃতিতে কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী লুইস গিলবার্তো মুরিলো বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সাথে তৈরি হওয়া জটিলতা কাটিয়ে উঠেছি।’

তিনি বলেন, ‘আজ সকালে নির্বাসন ফ্লাইটে দেশে পৌঁছানোর কথা ছিল এমন কলম্বিয়ানদের ফিরিয়ে আনার সুবিধার্থে প্রেসিডেন্সিয়াল বিমান প্রস্তুত রেখেছে কলম্বিয়া সরকার।’

সূত্র : রয়টার্স


আরো সংবাদ



premium cement
নারায়ণগঞ্জে পোশাকশ্রমিক হত্যায় শ্রমিকলীগের ২ নেতা গ্রেফতার বাংলাদেশে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন সংস্কারে সমর্থন ইইউ’র প্রথম ধাপে মালয়েশিয়া যাবেন ৭ হাজার ৯৬৪ বাংলাদেশী কর্মী ঢাবি আরবি বিভাগের দু’জন শিক্ষকের নিয়োগ কার্যক্রম স্থগিত কেন অবৈধ হবে না : হাইকোর্ট ডেঙ্গুতে আরো ১ জনের মৃত্যু হামাসের কাছে থাকা পণবন্দীদের মধ্যে আটজনের মৃত্যু হয়েছে অশউইৎজের ৮০ বছর পূর্তি : বেঁচে ফেরা ব্যক্তি ও বিশ্বনেতাদের অংশগ্রহণ মার্কিন সেনাবাহিনী থেকে ডিইআই বাতিলের আদেশ জারি ডোনাল্ড ট্রাম্পের উইকেটে তাসকিনের ২৫ সমালোচনার পাহাড় নিয়েও টানা তৃতীয় জয় রাজশাহীর কেরানীগঞ্জে সবজির বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের

সকল