হাতকড়া পরিয়ে অভিবাসীদের ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র
- নয়া দিগন্ত অনলাইন
- ২৭ জানুয়ারি ২০২৫, ১০:৪৪
যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো ব্রাজিলিয়ান অভিবাসীদের হাতে হাতকড়া পরানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ব্রাজিল। অভিবাসীদের সম্মান নষ্ট করা হয়েছে বলে অভিযোগ করেছে ব্রাজিল।
গত শনিবার ব্রাজিলের অভিবাসীবোঝাই একটি বিমান যুক্তরাষ্ট্র থেকে রওনা দেয়। বিমানটিতে ৮৮ জন অভিবাসী, ১৬ জন মার্কিন নিরাপত্তাকর্মী এবং আটজন বিমানকর্মী ছিলেন। অভিযোগ, ওই বিমানে সমস্ত অভিবাসীর হাতে হাতকড়া পরানো ছিল।
বিমানটির নামার কথা ছিল বেলো হরাইজনতে। কিন্তু যান্ত্রিক গোলযোগের জন্য বিমানটি নামে মিনাস গেরাইসে। সেখানেই ব্রাজিলের প্রশাসনের চোখে পড়ে, অভিবাসীদের হাতে হাতকড়া পরানো।
বিষয়টি নিয়ে সরব হন ব্রাজিলের বিচারবিষয়ক মন্ত্রী রিকার্ডো লেওয়ানডস্কি। ঘটনার কথা তিনি জানিয়েছেন দেশের প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে। এরপর প্রেসিডেন্টের হস্তক্ষেপে ওই বিমান থেকে সমস্ত অভিবাসীদের নামিয়ে দেশের বিমান বাহিনীর বিমানে সম্মানজনকভাবে অভিবাসীদের নিজ নিজ রাজ্যে পাঠানো হয়।
ট্রাম্পের পদক্ষেপ
ক্ষমতায় এসেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারী এবং অভিবাসীদের চিহ্নিত করতে শুরু করেছেন। যাদের কাছে কাগজ নেই তাদের চিহ্নিত করে আটক করা হচ্ছে। বিমানে তুলে তাদের দেশের ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে।
যদিও মার্কিন প্রশাসনের বক্তব্য, ২০১৭ সালের আইন মেনে এই ডিপোর্টেশনের কাজ করা হচ্ছে। এরসাথে ট্রাম্পের ক্ষমতায় আসার কোনো যোগ নেই।
ব্রাজিলের সাথে ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের একটি দ্বিপক্ষীয় চুক্তি হয়েছিল বলে দাবি করা হয়েছে। এর আগেও একটি বিমানে ব্রাজিলের অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছিল বলে দাবি করা হয়েছে। তবে এবার যেভাবে তাদের হাতে হাতকড়া পরানো হয়েছে, তা নিয়ে রীতিমতো সোচ্চার ব্রাজিল।
ব্রাজিলের বিরোধী রাজনৈতিক শিবিরও এই ঘটনার কড়া সমালোচনা করেছে। তাদের বক্তব্য. অভিবাসীদের সাথে কখনোই অপরাধীদের মতো ব্যবহার করা যায় না। যুক্তরাষ্ট্রের প্রশাসনের এই বিষয়টি মাথায় রাখা উচিত।
সূত্র : ডয়চে ভেলে