২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

ব্রিটিশ প্রধানমন্ত্রী ‘খুব ভালো লোক’ : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার - ছবি : বাসস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে ‘খুব ভালো লোক’ বলে প্রশংসা করেছেন। একইসাথে তিনি জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের একটি ফোনালাপ হবে।

শনিবার (২৫ জানুয়ারি) এ মন্তব্য করেন তিনি।

মায়ামি থেকে এজেন্সি ফ্রান্স-প্রেস (এএফপি) জানায়, ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেছেন, ‘আমি মনে করি, এখন পর্যন্ত তিনি খুব ভালো কাজ করেছেন। আমি তাকে খুব পছন্দ করি।’

স্টারমার সম্প্রতি ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের তীব্র সমালোচনার মুখে পড়েন। এ প্রেক্ষাপটে ট্রাম্প তার সম্পর্কে এই মন্তব্য করেন তিনি।

ট্রাম্পের চালু করা নতুন একটি ‘সরকারি দক্ষতা’ বিভাগ পরিচালনার দায়িত্বপ্রাপ্ত মাস্ক এই মাসে তার সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ‘এক্স’-এ স্টারমারের বিরুদ্ধে একাধিক পোস্ট করেন এবং তাকে পদত্যাগ করার আহ্বান জানান।

তবে ট্রাম্প সাংবাদিকদের জানান, ‘আমি হয়তো তার (স্টারমারের) দর্শনের সাথে একমত নই, কিন্তু তার সাথে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে।’

গত জুলাইয়ে নির্বাচিত ব্রিটেনের নতুন লেবার সরকার ট্রাম্পের দলের সাথে সম্পর্ক উন্নয়নে কয়েক মাস ধরে কাজ করে যাচ্ছে।

ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এক সময় ট্রাম্পকে ‘টুপি পরা স্বৈরাচার’ বলে আখ্যা দিলেও এ সপ্তাহে তার ‘অসাধারণ নম্রতার’ প্রশংসা করেছেন। তিনি সেপ্টেম্বর মাসে নিউইয়র্কে ট্রাম্পের সাথে স্টারমারের একটি ডিনারের কথাও উল্লেখ করেন।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
সিরাজদিখানে নিখোঁজের ৭ দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্র রোমানের ৪৪তম বিসিএসে ৯০০ প্রার্থীর মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ পাকিস্তানের হার, টেস্ট চ্যাম্পিয়নশিপের সাতে বাংলাদেশ ‘বাবা বেঁচে নেই, তাই আমাকে আর কেউ চিপস, চকলেট কেনার টাকা দেয় না’ শহীদ জসিমের ছেলে সিয়াম গাজাবাসীকে মিসর-জর্ডানে সরিয়ে নেয়ার মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান হামাসের সাত কলেজের শিক্ষার্থীদের বারবার যে কারণে রাস্তায় নামতে হয়েছে সাতক্ষীরার কালিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় হতাহত ৩ যুবলীগ নেতা মতি ৭ দিনের রিমান্ডে দাগনভূঞায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩ সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী এনাম ৬ দিনের রিমান্ডে দোহাজারীতে অটোরিকশা-মাইক্রোবাসের সংঘর্ষে যুবক নিহত

সকল