২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

তালেবান নেতাদের প্রতি মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর কঠোর হুঁশিয়ারি

তালেবান নেতাদের প্রতি মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর কঠোর হুঁশিয়ারি - ছবি : বাসস

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও শনিবার আফগানিস্তানের তালেবান নেতাদের মাথার উপর পুরস্কার ঘোষণার হুমকি দিয়েছে।

ট্রাম্প প্রশাসনের নতুন কিউবান বংশদ্ভুত পররাষ্ট্র মন্ত্রী রুবিও সোস্যাল মিডিয়া এক্সে তালেবান নেতাদের প্রতি এই কঠোর হুঁশিয়ারি প্রদান করেন। তিনি সেখানে লিখেছেন, শুনছি আফগানিস্তানে তালেবানরা বেশি বেশি আমেরিকানদের বন্দী করছে। যদি এটা সত্যি হয় তাহলে আমরা তাৎক্ষণিকভাবে তালেবান নেতাদের মাথার উপর বড় ধরনের পুরস্কার ঘোষণা করব। যে পুরস্কার হতে পারে ওসামা বিন লাদেনের মাথার উপর ঘোষিত আমেরিকার পুরস্কারের চেয়ে বড়।

তবে মার্কো রুবিও আটক সেসব আমেরিকান কারা, ওই বিষয়ে তেমন কিছু উল্লেখ করেননি। তালেবানরা জো বাইডেন প্রশাসনের সাথে সম্পাদিত এক চুক্তি অনুযায়ী মার্কিন নাগরিক রায়ান করবেটকে ২০২২ সালের আগস্টে মুক্তি দিয়েছে। তিনি আফগানিস্তানে তার পরিবার নিয়ে বাস করে আসছিলেন। উইলিয়াম ম্যাককেন্টি নামে আরো একজন মার্কিনিকে তালেবানরা মুক্তি দিয়েছে। যার সম্পর্কে তেমন কিছু জানা যায়নি।

বিনিময়ে মার্কিন প্রশাসন খান মোহাম্মদ নামে একজন আফগানকে ছেড়ে দিয়েছে। যে ক্যালিফোর্নিয়ার একটি কারাগারে যাবজ্জীবন জেল খাটছিল।

যুক্তরাষ্ট্র ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের পর সৌদি নাগরিক ওসামা বিন লাদেনের মাথার মূল্য হিসেবে ২৫ মিলিয়ন মার্কিন ডলার ঘোষণা করেছিল। এই পুরস্কার কেউ গ্রহণ করতে না পারলেও পরে ২০১১ সালে ওসামা বিন লাদেন মার্কিন সেনাবাহিনীর হাতে নিহত হয়। যাকে তারা পাকিস্তানের অ্যাবোটাবাদ থেকে ওই সময় তুলে নিয়ে গিয়েছিল।

সূত্র : এএফপি/বাসস


আরো সংবাদ



premium cement

সকল