২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

ইয়েমেনের হাউছি বিদ্রোহীদের হাতে জাতিসঙ্ঘ কর্মী আটকের নিন্দায় যুক্তরাষ্ট্র

ইয়েমেনের হাউছি বিদ্রোহীদের হাতে জাতিসঙ্ঘ কর্মী আটকের নিন্দায় যুক্তরাষ্ট্র - ছবি : বাসস

ইয়েমেনে হাউছি বিদ্রোহী গোষ্ঠীর অভিযানে জাতিসঙ্ঘের কর্মীদের আটকের নিন্দা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে, বৃহস্পতিবার আটক সাত জাতিসঙ্ঘ কর্মীসহ সকল আটক ব্যক্তিকে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে এবং বিদ্রোহী গোষ্ঠীর অভিযানের নিন্দা জানিয়েছে।

পররাষ্ট্র দফতর বলেছে, ‘হাউছিদের এই সর্বশেষ কর্মকাণ্ড গোষ্ঠীটির উত্তেজনা হ্রাসের দাবির প্রতি অনাস্থা এনেছে এবং ইয়েমেনি জনগণের স্বার্থের প্রতিনিধিত্ব করার দাবিকে উপহাস করেছে।’

বিবৃতিতে এই সপ্তাহে হাউছিদের বিদেশী সন্ত্রাসী সংগঠনের মার্কিন তালিকায় পুনরায় ফিরিয়ে আনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত একটি নির্বাহী আদেশ জারির কথাও তুলে ধরা হয়।

ইরান-সমর্থিত হাউছিরা জাতিসঙ্ঘ ও অন্যান্য মানবিক সংস্থার কয়েক ডজন কর্মীকে আটক করেছে। গত বছরের মাঝামাঝি থেকে এদের বেশিরভাগকে আটক করা হয়।

ইয়েমেনের হাউছি বিদ্রোহীদের হাতে আটক সব মানবাধিকার কর্মীর ‘তাৎক্ষণিক এবং নিঃশর্ত’ মুক্তির আহ্বান জানিয়েছেন জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ইয়েমেনে আটক সকল ত্রাণ কর্মীদের ‘অবিলম্বে এবং নিঃশর্ত’ মুক্তির আহ্বান জানিয়েছেন। এক দশক ধরে যুদ্ধের পর দেশটি মানবিক সঙ্কটের কবলে পড়েছে।

গাজায় হামাসের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধে হাউছিরা ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে বলেছে যে তারা গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লোহিত সাগরের জাহাজ চলাচল রুটে একের পর এক হামলা চালাচ্ছে এবং ইসরাইলের ওপর গুলি চালাচ্ছে।

এদিকে মার্কিন, ইসরাইল ও ব্রিটিশ বাহিনী প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement

সকল