যুক্তরাষ্ট্রে ট্রাম্পের নির্দেশে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান বৃদ্ধি
- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ জানুয়ারি ২০২৫, ১১:৩১
যুক্তরাষ্ট্রের অভিবাসন অ্যাজেন্টরা বৃহস্পতিবার নিউ জার্সির নিওয়ার্কের একটি কর্মস্থলে অভিযান চালিয়ে অনিবন্ধিত অভিবাসীদের পাশাপাশি মার্কিন নাগরিকদেরও গ্রেফতার করেছে।
মেয়র বারাকা জানান, নিওয়ার্কের একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযানে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্টরা ‘অনিবন্ধিত বাসিন্দাদের পাশাপাশি নাগরিকদের’ আটক করার সময় পরোয়ানা দেখাতে ব্যর্থ হয়।
অতীতে নিউ জার্সির সবচেয়ে জনবহুল এই শহরটির মেয়র রাস বারাকা অভিবাসীদের সুরক্ষার ’অভয়স্থল’ নীতির জন্য প্রশংসিত হন। যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী লাখ লাখ অভিবাসীকে বহিষ্কার সংক্রান্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিশ্রুতির পর এই শহরে অভিযান চালানো হয়।
এদিকে মার্কিন ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) পরিসংখ্যান উদ্ধৃত করে হোয়াইট হাউস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) এক বার্তায় জানায়, যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহরে ৫৩৮ জনকে গ্রেফতার ও ৩৭৩ জনকে আটক করা হয়েছে।
হোয়াইট হাউস জানায়, ‘আমাদের দেশের সীমান্ত রক্ষার জন্য ট্রাম্প প্রশাসন যে কাজ করছে এটি তার একটি ছোট সারসংক্ষেপ মাত্র।’
সোমবার ক্ষমতা গ্রহণের পর অবৈধ অভিবাসন ঠেকাতে একগুচ্ছ নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। যেসব কর্মকর্তা তার ব্যাপক দমন-পীড়নের বিরোধিতা করেছেন তাদের শাস্তির ব্যবস্থাও করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের দেয়া তথ্য মতে, ওয়াশিংটন, ফিলাডেলফিয়া, বোস্টন, অ্যাটলান্টা, নিওয়ার্ক ও মায়ামিসহ একাধিক শহরে অপরাধের অভিযোগে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে।
সূত্র : ভয়েস অফ আমেরিকা ও আনাদোলু এজেন্সি