২৬ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১, ২৪ রজব ১৪৪৬
`

কেনেডি ও মার্টিন লুথার কিং হত্যাকাণ্ডের গোপন নথি প্রকাশ করলেন ট্রাম্প

কেনেডি ও মার্টিন লুথার কিং হত্যাকাণ্ডের গোপন নথি প্রকাশ করলেন ট্রাম্প - ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার এক নির্বাহী আদেশে ষাট দশকে জন এফ কেনেডি, তার ভাই রবার্ট এফ কেনেডি এবং নাগরিক অধিকার আন্দোলনের নেতা কৃষ্ণাঙ্গ মার্টিন লুথার কিং হত্যাকাণ্ডের গোপন নথি প্রকাশ করেছেন।

ওয়াশিংটনে হোয়াইট হাউজের ওভাল অফিসে স্বাক্ষরের পর ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, এই প্রসিদ্ধ ফাইলগুলোর জন্য অসংখ্য মানুষ বছরের পর বছর ধরে অপেক্ষা করছে।

তিনি বলেছেন, সবকিছু প্রকাশ করা হবে। এই আদেশে স্বাক্ষর করার পর ডোনাল্ড জন ট্রাম্প কলমটা তার একজন সহকারীর দিকে বাড়িয়ে দিয়ে বলেন, কলমটা রবার্ট এফ কেনেডি জুনিয়রকে দিও। রবার্ট ফ্রান্সিস কেনেডি জুনিয়র ট্রাম্প প্রশাসনের স্বাস্থ্য ও মানব সেবা বিভাগের সেক্রেটারি মনোনীত হয়েছেন।

আমেরিকার জাতীয় আর্কাইভ সম্প্রতিকালে ১৯৬৩ সালে প্রেসিডেন্ট কেনেডি হত্যাকাণ্ডের সাথে সম্পর্কিত কয়েক হাজার নথি প্রকাশ করেছে। আরও কয়েক হাজার নথি জাতীয় নিরাপত্তার স্বার্থে প্রকাশ করা হয়নি।

ওয়ারেন কমিশন যারা কেনেডি হত্যাকাণ্ডের তদন্ত করে। তারা ওই সময় বলেছে, লি হার্ভে অসওয়াল্ড নামের একজন সাবেক নৌ শার্পশুটার ৪৬ বছর বয়সী প্রেসিডেন্ট কেনেডিকে হত্যা করে।

হত্যাকাণ্ডের দু’দিন পর অসওয়াল্ড এক নাইট ক্লাব মালিকের হাতে খুন হন। কেনেডি হত্যাকাণ্ড নিয়ে শ’ শ’ বই প্রকাশ পায়। ওলিভার স্টোনের মত সিনেমা তৈরি হয়। এসব দশকব্যাপী নানা ষড়যন্ত্র তত্ত্বকে উসকে দেয়।

প্রেসিডেন্ট এফ কেনেডির ছোট ভাই রবার্ট কেনেডি ১৯৬৮ সালে ডেমক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে মনোনয়ন পেতে প্রচারণা চালানোর সময় খুন হন। সিরহান নামের এক ফিলিস্তিনি বংশদ্ভুত জর্ডানের নাগরিক রবার্ট কেনেডি হত্যাকান্ডে দোষী সাব্যস্ত হয়। যে এখন ক্যালিফোর্নিয়ার কারাগারে।

মার্টিন লুথার কিংকে ১৯৬৮ সালে টেনেসি’র মেমফিসে হত্যা করা হয়। জেমস আর্ল রে নামে একজন এই হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হয়ে ১৯৯৮ সালে কারাগারে মারা যায়। কিন্তু লুথার কিংয়ের ছেলেমেয়েদের রে-এর ব্যাপারে সন্দেহ রয়েছে।
সূত্র : এএফপি


আরো সংবাদ



premium cement