২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

ট্রাম্পের ক্ষমতা গ্রহণের ৩ দিনেই ৫ শতাধিক অবৈধ অভিবাসী গ্রেফতার

যুক্তরাষ্ট্রে ৫ শতাধিক অবৈধ অভিবাসী গ্রেফতার - ছবি : এনডিটিভি

মার্কিন যুক্তরাষ্ট্রে পাঁচ শতাধিক অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে নতুন প্রশাসন। তাদের অনেককে সামরিক বিমান ব্যবহার করে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেয়া হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিটের সূত্রে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের সাথে সাথেই মার্কিন প্রশাসন অবৈধ অভিবাসীদের গ্রেফতারে বড় ধরনের অভিযান শুরু করেছে। এর মাধ্যমে তারা ৫৩৮ জনকে গ্রেফতার করে দেশের বাইরে পাঠিয়ে দেয়। নতুন প্রশাসন ক্ষমতা গ্রহণের মাত্র তিন দিনের মাথায় এই অভিযান পরিচালনা করে।

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে লিভিট বলেন, গ্রেফতার ৫৩৮ জনের মধ্যে একজন সন্দেহভাজন উগ্রবাদী, ট্রেন ডি আরাগুয়া গ্যাংয়ের চার সদস্য এবং অপ্রাপ্তবয়স্কদের বিরুদ্ধে যৌন অপরাধের জন্য দোষী সাব্যস্ত বেশ কয়েকজন অবৈধ অভিবাসী রয়েছেন। গ্রেফতারদের অনেককে ট্রাম্প প্রশাসন সামরিক বিমানে করে বাইরে পাঠিয়ে দিয়েছে।
তিনি আরো বলেন, মার্কিন ইতিহাসের বৃহত্তম নির্বাসন অভিযান চলছে। প্রশাসন প্রতিশ্রুতি দিয়েছে। এখন তা রক্ষা করছে।

দেশের সীমান্ত সুরক্ষিত করার জন্য ট্রাম্প প্রশাসন যে অভিযান পরিচালনা করছে, তার একটি ছোট তথ্যচিত্র প্রকাশ করেছে হোয়াইট হাউস। এতে মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা কর্তৃক গ্রেফতার হওয়া কিছু ব্যক্তির নাম এবং তাদের দ্বারা সংঘটিত অপরাধের তালিকা রয়েছে। অপরাধের মধ্যে রয়েছে ধর্ষণ, শিশুর বিরুদ্ধে যৌন আচরণ এবং ১৪ বছর বা তার কম বয়সী শিশুর উপর ক্রমাগত যৌন নির্যাতন।

সূত্র : এনডিটিভি


আরো সংবাদ



premium cement
মিয়ানমারে ২ জান্তা সৈন্যকে কেন হত্যা করেছে জানাল এএ সৌদি কোম্পানি মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর পরিচালনায় আগ্রহী বাংলাদেশের এলডিসি উত্তরণ ও বৈশ্বিক সরবরাহ কাঠামোয় যুক্ত করার প্রতিশ্রুতি রাঙ্গামাটিতে জামায়াতের কর্মী ও সহযোগী সদস্য সম্মেলন পাকুন্দিয়ায় কৃষক হত্যার মূল আসামি গ্রেফতার ‘ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত পলাতক আসাদুজ্জামান খানের সাক্ষাৎকার মিথ্যাচারে পরিপূর্ণ’ যুক্তরাষ্ট্রে উৎপাদন করার আহবান ট্রাম্পের, অন্যথায় শুল্ক আরোপের হুমকি সিলেট সীমান্তে এবার ৫ কোটি টাকার চোরাই পণ্য জব্দ বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় ভারত : জয়সওয়াল বিএনপির কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে : নাহিদ ইসলাম খুবি ছাত্রকে গুলি ও কুপিয়ে হত্যা

সকল