২০২৬ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়বে যুক্তরাষ্ট্র
- নয়া দিগন্ত অনলাইন
- ২৪ জানুয়ারি ২০২৫, ১৫:৪৭
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার জাতিসঙ্ঘকে একটি চিঠি দিয়েছিলেন। ওই চিঠি হাতে পাওয়ার পর জাতিসঙ্ঘ জানিয়েছে যে ২০২৬ সালের জানুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ছাড়বে মার্কিন যুক্তরাষ্ট্র।
জাতিসঙ্ঘের সহকারী মুখপাত্র ফারহান হক বৃহস্পতিবার জানিয়েছে, ট্রাম্প তার অফিসের প্রথম দিন সোমবারেই ঘোষণা দিয়েছিলেন যে তিনি ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেবেন এবং সংস্থাটিকে আগামীতে তহবিল সরবরাহ বন্ধ করে দেবেন। ওই ঘোষণার পর তিনি জাতিসঙ্ঘে ঠিঠি দিলে তাদের প্রত্যাহার কার্যকর করা হয়েছে।
ফারহাক হক আরো বলেন, আমরা যুক্তরাষ্ট্রের প্রত্যাহারবিষয়ক চিঠি ২২ জানুয়ারিতে হাতে পেয়েছি। এটি আগামী বছরের ২২ জানুয়ারি থেকে কার্যকর হবে।
উল্লেখ্য, ডব্লিউএইচও থেকে কোনো সদস্য দেশ বেরিয়ে যেতে চাইলে এক বছর আগে নোটিশ দিতে হয়। এছাড়া ডব্লিউএইচওর কোনো পাওনা থাকলে তাও পরিশোধ করতে হয়।
সূত্র : আল জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা