ইসরাইলি হামলা ছাড়াই ইরান সংকটের সমাধানের পক্ষে ট্রাম্প
- নয়া দিগন্ত অনলাইন
- ২৪ জানুয়ারি ২০২৫, ১৫:২১
তেহরানে বিরুদ্ধে ইসরাইলের হামলা ছাড়াই ইরানের সাথে পারমাণবিক সংকটের সমাধানে আসা সম্ভব বলে আশা ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইসরাইলি সংবাদপত্র টাইমস অফ ইসরাইল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওভাল অফিসে বেশকিছু নির্বাহী আদেশে স্বাক্ষর করার সময় সাংবাদিকরা ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরাইলের সম্ভাব্য হামলা সমর্থন করার বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি প্রথমে বলেন, ’আমি এর উত্তর দেব না।’
তবে পরে বলেন, তিনি এ বিষয়ে বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে খুব শিগগির বৈঠক করবেন।
তিনি বলেন, ‘আশা করি ইরান একটি সমঝোতায় পৌঁছাবে। আর তারা সমঝোতায় না পৌঁছাতে চাইলেও সমস্যা নেই।’
ট্রাম্প প্রশাসন সম্প্রতি ইঙ্গিত দিয়েছে যে সামরিক হামলার বদলে তারা পরমাণু নিয়ন্ত্রণে ইরানের সাথে একটি কূটনৈতিক সমঝোতায় পৌঁছাতে চায়।
সূত্র : টাইমস অফ ইসরাইল
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা