২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

হাউছি আনসারুল্লাহকে ‘বিদেশী সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করলেন ট্রাম্প

হাউছি আনসারুল্লাহকে ‘বিদেশী সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করলেন ট্রাম্প - ছবি : পার্সটুডে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের প্রতিরোধ আন্দোলন হাউছি আনসারুল্লাহ আন্দোলনকে ’বিদেশী সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করে একটি নির্বাহী আদেশে সই করেছেন।

গাজা যুদ্ধে ফিলিস্তিনের পক্ষে সামরিক ভূমিকা রাখায় আনসারুল্লাহ যখন ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে, তখন ডোনাল্ড ট্রাম্প তার নির্বাহী আদেশে সই করেন।

ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে, ‘হাউছিদের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে আমেরিকার বেসামরিক নাগরিকদের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছে। একইসাথে মধ্যপ্রাচ্যে কর্মরত ব্যক্তিদের নিরাপত্তা, আমাদের নিকটতম আঞ্চলিক অংশীদারদের নিরাপত্তা এবং বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে।’

নির্বাহী আদেশে সই করে ট্রাম্প বলেন, ‘শুধু ইয়েমেন নয়, বিভিন্ন সময় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে প্রাণঘাতী হামলার জন্যও হাউছিরা দায়ী।’

ট্রাম্পের ওই নির্দেশের আগামী ৩০ দিনের মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে হাউছিদের বিষয়ে একটি বিশদ প্রতিবেদন জমা দিতে বলা হয়।

গাজার প্রতি সমর্থন জানিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে ভূমধ্যসাগর ও লোহিত সাগরে ইসরাইলগামী বাণিজ্যিক জাহাজ এবং ইঙ্গ-মার্কিন বাহিনীর নৌযানে ১০০টির বেশি অভিযান পরিচালনা করেছে আনসারুল্লাহর নেতৃত্বাধীন ইয়েমেনের সশস্ত্র বাহিনী।

সম্প্রতি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হামাস-এর সামরিক শাখা আল কাসসাম ব্রিগেডসের মুখপাত্র আবু উবাইদা তার ভাষণে আনসারুল্লাহকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ইয়েমেনের আক্রমণ পুরো বিশ্বকে চমকে দিয়েছে। তারা একটি ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছে। আর তা হলো- কেউ যদি উম্মাহর শত্রুদের মোকাবিলা করতে ইচ্ছা করে, তবে শত কিংবা হাজার মাইল দূরত্ব কোনো বিষয় নয়।’

সূত্র : পার্সটুডে


আরো সংবাদ



premium cement
উপদেষ্টারা রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে : আসিফ মাহমুদ মামলা থেকে অব্যহতি পেলেন গৌরনদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি জহির অবৈধ টাকা হালাল করতে মেয়র শেখ তাপস হয়ে যান ‘মৎস্যচাষি’ আমেরিকার সন্ত্রাসবাদের তালিকাভুক্ত হওয়ায় ইয়েমেনের আনসারুল্লাহ’র প্রতিক্রিয়া দেশের সুবিধা বঞ্চিত শিশুকে আমরা সম্পদ হিসেবে গড়ে তুলব : দেলাওয়ার হোসেন আ’লীগকে রাজনৈতিক ব্ল্যাঙ্ক চেক দিতে চায় বিএনপি : হাসনাত আব্দুল্লাহ মিয়ানমারের বিদ্রোহীদের সাহায্য করছে যে ‘তরমুজ‘ গুপ্তচররা পটুয়াখালীতে আজহারীর মাহফিল ২৫ জানুয়ারি, ব্যাপক প্রস্তুতি বনশ্রীর স্কুল অফ দ্য নেশনে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থী পূর্ণপ্যানেল জয়ী হারানো সম্মান, চাকরি ও ক্ষতিপূরণ চান মুক্তিপ্রাপ্ত বিডিআর সদস্যরা

সকল