২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

যুক্তরাষ্ট্রের উদ্দেশে শরণার্থীদের সকল প্রকার ভ্রমণসূচি বাতিল

যুক্তরাষ্ট্রের উদ্দেশে শরণার্থীদের সকল প্রকার ভ্রমণসূচি বাতিল - ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের উদ্দেশে শরণার্থীদের সকল প্রকার ভ্রমণসূচি স্থগিত করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

যুক্তরাষ্ট্রে বিবিসির পার্টনার সিবিএস এমন কিছু অভ্যন্তরীণ নির্দেশনা দেখতে পেয়েছে, যেখানে এসব নির্দেশনা দেয়া হয়েছে।

বিদেশে শরণার্থীদের আবেদনের কার্যক্রম স্থগিত করার জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়াশরণার্থীদের স্পন্সর করতে বাইডেন আমলে মার্কিন নাগরিকদের যে সুযোগ দেয়া হয়েছিল, সেটিও স্থগিত করা হয়েছে।

তবে মার্কিন সামরিক বাহিনীকে সহায়তা করার জন্য যাদের বিশেষ অভিবাসী ভিসা রয়েছে, তাদের ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য হবে না।

সোমবার হোয়াইট হাউজে ফিরেই যেসব নির্বাহী আদেশ জারি করেছিলেন, তার মধ্যে যুক্তরাষ্ট্রে শরণার্থীদের প্রবেশ নিষিদ্ধ করার মতো আদেশও ছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি মেমোতে বলা হয়েছে, ‘এর আগে যুক্তরাষ্ট্রের উদ্দেশে শরণার্থীদের নির্ধারিত ভ্রমণসূচি বাতিল করা হলো এবং নতুন কোন সূচি নির্ধারণ করা হবে না।’
সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement