ট্রাম্পের উদযাপনের রাতে কমলা হ্যারিস যা করলেন
- নয়া দিগন্ত অনলাইন
- ২১ জানুয়ারি ২০২৫, ১২:৫৮
শপথ গ্রহণের পর থেকে একের পর এক উদযাপনে ব্যস্ত রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
এরপর হোয়াইট হাউজ থেকে বেরিয়ে নিজ রাজ্য ক্যালিফোর্নিয়ার সাধারণ জীবনে ফিরে গেছেন কমলা হ্যারিস।
লস অ্যাঞ্জেলেসে পৌঁছে তিনি দু'টি গুরুত্বপূর্ণ জায়গায় যান।
দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সাম্প্রতিক ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য খাবার বিতরণ করতে প্রথমে তিনি ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনে যান।
ওই দাবানলে ২৭ জন প্রাণ হারিয়েছেন ও হাজার হাজার ঘরবাড়ি পুড়ে গেছে।
এরপর কমলা দমকল বাহিনীর কর্মীদের সাথে দেখা করেন, যারা প্রাণের ঝুঁকি নিয়ে দাবানলের আগুন নিভিয়েছিলেন।
শোনা যাচ্ছে, নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাবার জন্য কিছুটা সময় নেবেন কমলা।
জানা গেছে, হয়তো তিনি ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে প্রার্থী হতে পারেন।
কিংবা, তিনি আবারো প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারেন। তবে এখনো তিনি এসব বিষয়ে কোনো মন্তব্য করেননি।
সূত্র : বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা