আমেরিকার শত্রুদের পরাজিত করাই মূল লক্ষ্য : ট্রাম্প
- নয়া দিগন্ত অনলাইন
- ২১ জানুয়ারি ২০২৫, ১১:১৬
কমান্ডার-ইন-চিফ বল, যেটি অভিষেক অনুষ্ঠানের একটি অংশ, তাতে দেয়া বক্তৃতায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, নির্বাচনে জয় লাভের একটি বড় কারণ ছিল সামরিক বাহিনীর সাথে তার সম্পর্ক।
‘আমাকে বলতেই হবে, আমরা সত্যিই সামরিক বাহিনীর সহায়তায় জিতেছি,’ তিনি বলেন।
ডোনাল্ড ট্রাম্প আরো বলেন, পিট হেগসেথের নেতৃত্বে দেশ আবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী’ পাবে যুক্তরাষ্ট্র।
পিট হেগসেথ পরবর্তীতে দেশটির প্রতিরক্ষা সচিব হতে যাচ্ছেন।
‘আমরা একটি মজবুত আয়রন ডোম গড়ে তুলবো,’ তিনি বলেন।
‘আমাদের একমাত্র লক্ষ্য আমেরিকার শত্রুদের পরাজিত করা। আমরা পরাজিত হবো না, অপমানিত হবো না। আমরা শুধু জিতবো, জিতবো এবং জিতবো।’
ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবেই বলেছেন, তার প্রশাসন সামরিক বাহিনীকে আরো শক্তিশালী করে তুলবে, তবে ‘তা ব্যবহার করার প্রয়োজন পড়বে না আমাদের।’
সূত্র : বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা