২১ জানুয়ারি ২০২৫, ০৭ মাঘ ১৪৩১, ২০ রজব ১৪৪৬
`

ট্রাম্পের শপথ : যোগ দেন চীনের হ্যান ঝেং ভারতের জয়শঙ্কর

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠান। - ছবি : সংগৃহীত।

বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। ৭৮ বছর বয়সী এই রিপাবলিকান নেতা ওয়াশিংটনের ইউএস ক্যাপিটলে জমকালো অনুষ্ঠানের শপথ নিয়ে চার বছর পর ফিরলেন হোয়াইট হাউসে।

প্রতি চার বছর পরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শপথ গ্রহণ করেন। নবনির্বাচিত বা পুনর্নির্বাচিত যিনিই হোন, এই ঐতিহ্যবাহী অনুষ্ঠান নতুন নেতার ব্যক্তিগত ছোঁয়ায় অনন্য হয়ে ওঠে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগদেন বিশ্বের রাজনৈতিক ব্যক্তিবর্গসহ খ্যাতিমান তারকারা।

ট্রাম্পের এই শপথ অনুষ্ঠানে প্রযুক্তি জগতের শীর্ষস্থানীয় ধনী ব্যক্তিদের উপস্থিতি একটি বড় চমক। ইলন মাস্ক, জেফ বেজোস, মার্ক জাকারবার্গ এবং টিকটকের সিইও শৌ চিউ, লরেন সানচেজসহ আরও অনেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভারতীয় বংশোদ্ভূত গুগলের সিইও সুন্দর পিচাইকেও অনুষ্ঠানে দেখা গেছে।

ট্রাম্পের শপথে মোদি সরকারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের ধনকুবের রিলায়েন্স ইন্ডাস্ট্রির প্রধান মুকেশ আম্বানি ও তার স্ত্রী নীতা আম্বানিও উপস্থিত ছিলেন শপথ অনুষ্ঠানে।

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনও ছিলেন শপথ অনুষ্ঠানে। মিডিয়া টাইকুন রুপার্ট মারডক এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনোকেও দেখা গেছে অনুষ্ঠানে। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, জর্জ বুশ, বারাক ওবামাও উপস্থিত ছিলেন। ছিলেন ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পের প্রতিপক্ষ হিলারি ক্লিনটন এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও।

ট্রাম্পের এ অভিষেক অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যান ঝেং, আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিসহ অনেকে। এছাড়াও ট্রাম্পের বিপুল সংখ্যক সমর্থক শপথ অনুষ্ঠানে যোগ দেন।

সূত্র : সিনহুয়া ও টাইমস অব ইন্ডিয়া।


আরো সংবাদ



premium cement