২১ জানুয়ারি ২০২৫, ০৭ মাঘ ১৪৩১, ২০ রজব ১৪৪৬
`

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের আগাম ক্ষমা ঘোষণা

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন - ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ফৌজদারি মামলার হুমকিতে রয়েছেন এমন বেশ কয়েকজনকে আগাম ক্ষমা করে দিয়েছেন।

এদের মধ্যে ড. অ্যান্থনি ফৌসি ও জয়েন্ট চিফের সাবেক চেয়ারম্যান মার্ক মাইলি রয়েছেন।

এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, যেসব কর্মকর্তাদের ক্ষমা করা হয়েছে তারা হাউস সিলেক্ট কমিটিতে সাক্ষ্য দিয়েছেন এমন ব্যক্তি। একইসাথে সদস্য ও কর্মীরাও রয়েছেন এই ক্ষমার আওতায়।

২০২১ সালের ৬ জানুয়ারির যুক্তরাষ্ট্রের রাজধানীতে দাঙ্গা এবং ওই দিনের ঘটনায় ট্রাম্পের ভূমিকা নিয়ে তদন্ত করেছিলেন এই কমিটির কর্মকর্তারা।

কোভিড মহামারীর সময়ে ড. ফৌসি যুক্তরাষ্ট্রে তৎপর ছিলেন। ট্রাম্প এবং তার রাজনৈতিক মিত্ররা ঘন ঘন তার সমালোচনা করেছিল।

মাইলি ট্রাম্পের একজন কট্টর সমালোচক হয়ে উঠেছেন এবং তাকে ‘আপাদমস্তক ফ্যাসিবাদী’ হিসেবে উল্লেখ করেছেন।

তিনি উল্লেখ করেছেন, ট্রাম্পের একজন গুরুত্বপূর্ণ মিত্র স্টিভ ব্যানন ‘তাকে জবাবদিহি করার’ প্রতিশ্রুতি দিয়েছেন।

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, ‘এই সরকারি কর্মচারীরা আমাদের জাতিকে সম্মান ও মর্যাদার সাথে সেবা করেছেন। তারা অন্যায় ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বিচারের লক্ষ্যবস্তু হওয়া কাম্য নয়।’

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement