১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

যুক্তরাষ্ট্রের সাথে যে যুদ্ধের জন্য প্রস্তুত কানাডা জানালেন পররাষ্ট্রমন্ত্রী

ডোনাল্ড ট্রাম্প ও কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি - ছবি : সংগৃহীত

কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেছেন, আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে বাণিজ্য যুদ্ধ মোকাবেলার জন্য তারা প্রস্তুত আছেন। সম্ভাব্য এই বাণিজ্য যুদ্ধকে তিনি কয়েক দশকের মধ্যে সর্ববৃহৎ বাণিজ্য যুদ্ধ হিসেবে অভিহিত করেছেন।

আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। শপথের আগেই তিনি ঘোষণা করেছেন, তার নয়া সরকারের অর্থনৈতিক ও পররাষ্ট্র নীতির অংশ হিসেবে কানাডার পণ্য আমদানির উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবে মেক্সিকো, চীন এবং অন্যান্য শরিকদের ওপরও শুল্ক আরোপ করা হবে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে কানাডার পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিনীরা আমাদের বিরুদ্ধে একটা বাণিজ্য যুদ্ধ শুরু করতে যাচ্ছে।

জোলি বলেন, ট্রাম্প যদি নতুন শুল্ক আরোপের হুমকি বাস্তবায়ন করেন তাহলে তা কানাডার ভোক্তা সমাজ ও কর্মসংস্থানের ওপর বড় প্রভাব ফেলবে। এ অবস্থায় ট্রাম্পের সম্ভাব্য পদক্ষেপ মোকাবেলায় একাধিক পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিয়ে রেখেছে।

এদিকে, কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শুক্রবার নবগঠিত কানাডা-মার্কিন সম্পর্ক কাউন্সিলের এক সভায় একই রকম মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ট্রাম্প যদি কানাডার পণ্যের ওপর শুল্ক আরোপের হুমকি বাস্তবায়ন করেন তবে পাল্টা পদক্ষেপ নেয়া হবে।

তিনি আরো বলেন, আমাদের পণ্যের উপর মার্কিন শুল্ক আরোপ দেখতে চাই না আমরা। তবে প্রয়োজনে কানাডা জাতীয়ভাবে এর বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাবে।

কানাডার ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোও যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
সূত্র : টাইমস অফ ইন্ডিয়া


আরো সংবাদ



premium cement