গাজায় ‘অবিলম্বে যুদ্ধবিরতির’ আহ্বান বাইডেনের
- নয়া দিগন্ত অনলাইন
- ১৩ জানুয়ারি ২০২৫, ১৫:০৬
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অবরুদ্ধ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রোববার (১২ জানুয়ারি) বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোনে আলাপকালে এ আহ্বান জানান তিনি।
সোমবার (১৩ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
চলতি মাসের ২০ তারিখে হোয়াইট হাউসে শপথ গ্রহণের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরছেন ডোনাল্ড ট্রাম্প। তার হোয়াইট হাউসে ফেরার আগে যুদ্ধ বন্ধের চুক্তির জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে বাইডেন প্রশাসন।
হোয়াইট হাউস জানায়, প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনা সম্পর্কে বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোনালাপ করেন। এ সময় অবিলম্বে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার পাশাপাশি অবরুদ্ধ গাজায় আটক ইসরাইলি বন্দীদের ফিরিয়ে দেয়ার উপর জোর দেন তিনি। যুদ্ধবিরতির পাশাপাশি মানবিক সহায়তা পাঠানোর কথাও বলেন তিনি।
হোয়াইট হাউস আরো জানায়, গত বছরের মে মাসে জো বাইডেন পর্যায়ক্রমে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন যা জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে অনুমোদন করে। জো বাইডেনের এ ঘোষণার ওপর ভিত্তি করেই দোহায় চলমান আলোচনাটি হচ্ছে।
ফোনালাপে বেনিয়ামিন নেতানিয়াহু ইসরাইলের প্রতি সমর্থনের জন্য জো বাইডেনকে ধন্যবাদ জানান। তবে নেতানিয়াহু আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি শুধু যুদ্ধবিরতির প্রথম ধাপে যেতে ইচ্ছুক যেখানে এক সপ্তাহের যুদ্ধবিরতির বিনিময়ে কিছু বন্দীদের মুক্তি দেয়া হবে।
অপরদিকে হামাস ইসরাইলি সৈন্যদলকে যুদ্ধ-বিধ্বস্ত গাজা থেকে প্রত্যাহারের ওপর জোর দেয়। কিন্তু নেতানিয়াহু হামাসকে সম্পূর্ণরূপে ধ্বংস করার বিষয়ে অটল রয়েছেন।
গত বছর থেকেই যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের মধ্যস্থতায় পরিচালিত যুদ্ধবিরতি চুক্তির আলোচনা বারবার এমন সময়ে স্থগিত হয়ে গেছে যখন মনে করা হচ্ছিল যে তারা একটি চুক্তির কাছাকাছি পৌঁছতে পারবে। তবে সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন কর্মকর্তারা চুক্তিতে পৌঁছানোর আশা প্রকাশ করেছেন।
এবারের বৈঠকটি কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া ও বাইডেনের মধ্যপ্রাচ্যবিষয়ক শীর্ষ উপদেষ্টা ব্রেট ম্যাকগার্ক উভয়ই অংশ নিচ্ছেন।
সূত্র : আল-জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা