১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬
`

দাবানলে বাস্তুহারা প্রাণীদের আশ্রয় দিতে মরিয়া লস অ্যাঞ্জেলসের মানুষ

দাবানলে বাস্তুহারা প্রাণীদের আশ্রয় দিতে মরিয়া লস অ্যাঞ্জেলসের মানুষ - সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের আশপাশে দাবানলের আগুন যখন বিপদজনক হয়ে ওঠে তখন জেনেল গ্রাস তার বাড়ি থেকে বের হতে বাধ্য হন। কিন্তু ২৫টি ঘোড়াসহ অন্যান্য প্রাণীর দেখভালের দায়িত্ব প্রাপ্ত ম্যানেজার জেনেল গ্রাস বুঝতে পারেন বিষয়বস্তু জটিল হতে চলেছে।

যখন মানুষজন তাদের গাড়িতে উঠে আগুন প্রবন এলাকা ছেড়ে যাচ্ছিল এবং জ্বলন্ত অঙ্গারগুলো চারপাশে ১০০ মাইল গতিতে ঘুরছিল, তখন গ্রাসকে ২৫টি ভীত সন্ত্রস্ত ঘোড়াকে আগুন থেকে বাঁচানোর ব্যবস্থা করতে হয়েছিল।

তিনি বলেন, খামার থেকে যখন আমরা শেষ ঘোড়াটি বের করি তখন তার অবস্থা খুব খারাপ ছিল। জেনেল গ্রাস লস অ্যাঞ্জেলসের ঘোড়া পরিচর্যা কেন্দ্রে এএফপিকে এ কথা বলেছে।

তিনি বলেন, জায়গাটা ছিল ধোয়াচ্ছন্ন, অন্ধকার। আমি বুঝতে পারছিলাম না আমি কোথায় আছি। প্রাণীদের খামার থেকে বের করার কাজটি কঠিন। এক পর্যায়ে আমার মনে হয়েছিল আমি ঘোড়াটিকে জীবন্ত বের করতে পারব না। আপনি সেই মানুষটা সম্পর্কে শুনেছেন, যে শেষ ঘোড়াটি বের করতে ভেতরে যায়; সে আর ফিরে আসেনি।

দেড় লাখেরও বেশি মানুষ লস অ্যাঞ্জেলসের এই দাবানলের কারণে তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়। চলমান এই দাবানল সেখানে এখন পর্যন্ত অন্তত ১৬ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এই দাবানল গোটা লস অ্যাঞ্জেলসের অবয়বই বদলে দিয়েছে।

অসংখ্য মানুষকে তাদের বাড়িঘর, শহর ছেড়ে চলে যেতে বলা হয়েছে। যাদের পোষা প্রাণীগুলোর স্থানান্তর প্রয়োজন।

লস অ্যাঞ্জেলসের ঘোড়া পরিচর্যা কেন্দ্রের অবকাঠামো পরিচালক জেনি নেভিন বলেন, এমন কিছু আমরা কখনো দেখিনি। প্রথম রাতটা ছিল বিশৃঙ্খলায় পূর্ণ। চারপাশ থেকে মানুষ আসছিল।

শনিবার পরিচর্যা কেন্দ্রটির চারপাশে কয়েক ডজন মানুষ জড়ো হয়। যেখানে গাধা, শূকর এবং টাট্রুঘোড়াও আশ্রয় পায়।

লস অ্যাঞ্জেলসের বিস্তৃত এলাকাজুড়ে দাবানলে যেসব পশু আশ্রয়স্থল হারিয়েছে সেগুলো উদ্ধার করতে এবং চিকিৎসা দিতে কর্মী, পশু চিকিৎসক ও স্বেচ্ছাসেবীরা কাজ করছেন। ইতোমধ্যে প্যাসাডেনার হিউম্যান সোসাইটি ৪০০ প্রাণীর দেখভালের দায়িত্ব পেয়েছে। যেসব প্রাণীরা এসেছে আলতাদেনা থেকে। যেখানে দাবানল ১৪ হাজার একরের বেশি ভূমি গ্রাস করে ফেলেছে।

সবচেয়ে দুঃখজনক ঘটনা হচ্ছে, সেখানে তারা পাঁচ দিন বয়সী একটা কুকুরের বাচ্চাও তারা পেয়েছে। যে বাচ্চাটিকে একটি ভবনের ধ্বংসস্তুপের মধ্যে পাওয়া যায়। যার একটি কান পুড়ে গেছে।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
সাবেক এমপি হেনরীর জমি-ফ্ল্যাটসহ ৫৮ কোটি টাকা অবরুদ্ধের নির্দেশ দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা রফিকুল ইসলাম খানের বাংলাদেশ-সৌদির মধ্যে ২০২৫ সালের হজ চুক্তি স্বাক্ষরিত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সাথে এক অবিচ্ছেদ্য যাত্রা বছরের শুরুতেই মুখোমুখি হচ্ছে বার্সা-রিয়াল ছাদ বাগান বৈশ্বিক উষ্ণতার বিরুদ্ধে লড়াইয়ে একটি কার্যকর সমাধান : উপদেষ্টা ব্যবসায়ীর ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে : আসিফ মাহমুদ জয়ের ধারা ধরে রাখলো সিলেট, খুলনার দ্বিতীয় হার পাঁচ দেশের দূতাবাস থেকে পাঁচ কর্মকর্তাকে প্রত্যাহার লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজে আবার ইয়েমেনি হামলা, ৯ ঘণ্টাব্যাপী সংঘর্ষ সিরাজগঞ্জে সাবেক এমপি হেনরীর সম্পত্তি ক্রোকের নির্দেশ

সকল