ট্রাম্পের বক্তব্য শুল্ক হুমকির প্রতিক্রিয়া থেকে মনোযোগ সরানোর কৌশল : ট্রুডো
- নয়া দিগন্ত অনলাইন
- ১০ জানুয়ারি ২০২৫, ২২:২২
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্যে পরিণত করার মন্তব্য আসলে ট্রাম্পের শুল্ক হুমকির প্রতিক্রিয়া থেকে মনোযোগ সরানোর একটি কৌশল।
এই সপ্তাহের শুরুতে নিজের দলের উত্তরসূরি নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দেয়া ট্রুডো বৃহস্পতিবার সিএনএন-কে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, কানাডা যুক্তরাষ্ট্রের আরেকটি রাজ্যে পরিণত হবে- এটি ‘কখনোই সম্ভব নয়।’
ট্রুডো ওয়াশিংটন-ভিত্তিক সিএনএন-এর ‘দ্য লিড উইথ জেক ট্যাপার’ অনুষ্ঠানে ওয়াশিংটন থেকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প একজন দক্ষ নেগোশিয়েটর। তিনি এই আলোচনা দিয়ে মানুষকে কিছুটা বিভ্রান্ত করছেন, যাতে ২৫ শতাংশ শুল্ক আরোপের বিষয়টি আড়ালে থাকে। এই শুল্ক তেল, গ্যাস, বিদ্যুৎ, স্টিল, অ্যালুমিনিয়াম, কাঠ ও কংক্রিটের ওপর আরোপ করা হতে পারে।
ট্রাম্প নভেম্বর মাসে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার প্রশাসনের প্রথম দিন থেকেই তিনি মেক্সিকো, কানাডা ও চীন থেকে আসা পণ্যের ওপর ব্যাপক শুল্ক আরোপ করবেন।
ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে বলেন, ‘২০ জানুয়ারি, আমার অনেক প্রথম নির্বাহী আদেশগুলোর একটি হিসেবে, আমি প্রয়োজনীয় সব নথিতে স্বাক্ষর করব যাতে মেক্সিকো ও কানাডা থেকে আসা সমস্ত পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়। আর এই উন্মুক্ত সীমান্তের কারণে যে অযৌক্তিকতা চলছে, তা বন্ধ হবে।’
তিনি আরো বলেন, ‘এই শুল্ক কার্যকর থাকবে যতক্ষণ না মাদক, বিশেষ করে ফেন্টানিল এবং সমস্ত অবৈধ অভিবাসীদের মাধ্যমে আমাদের দেশের ওপর এই আক্রমণ বন্ধ হয়!’
এই নীতি আমেরিকান ব্যবসা এবং ভোক্তাদের খরচ উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারে, যা ট্রুডো উল্লেখ করেছেন। কানাডা, মেক্সিকো ও চীন হলো যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার।
সূত্র : সিএনএন
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা