১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

পুতিনের সাথে বৈঠকের আয়োজন করা হচ্ছে : ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প - ছবি : মস্কো টাইমস

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে একটি বৈঠকের আয়োজন চলছে। দায়িত্ব গ্রহণের মাত্র কয়েকদিন আগে তিনি এই বিষয়টি জানান।

ট্রাম্প বলেন, তিনি আমার সাথে সাক্ষাত করতে আগ্রহী। সেজন্য আমরা এই বৈঠকের আয়োজন করছি। ফ্লোরিডার পালাম বীচে মার-এ-লাগো রিসোর্টে রিপাবলিক নেতৃবৃন্দের সাথে আলোচনার সময় এমন মন্তব্য করেন তিনি।

নবনির্বাচিত এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘পুতিন আমার সাথে দেখা করতে চান। বিষয়টি তিনি প্রকাশ্যেও বলেছেন। আমরা এই যুদ্ধের অবসান ঘটাতে চাই। এটি একটি রক্তক্ষয়ী যুদ্ধ।’ নির্বাচনী প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে তিনি আরো বলেন, ইউক্রেনে তিনি শান্তি চান।

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে আসছে। তবে নতুন রাষ্ট্রপতি এখনো যুদ্ধবিরতি বা শান্তি চুক্তির কোনো সুনির্দিষ্ট প্রস্তাবের রূপরেখা দেননি।

সূত্র : মস্কো টাইমস


আরো সংবাদ



premium cement