লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা জারি
- নয়া দিগন্ত অনলাইন
- ০৮ জানুয়ারি ২০২৫, ১০:৪৫
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) ছড়িয়ে পড়া দাবানলে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ২,৯০০ একরেরও বেশি এলাকা পুড়ে যায়। এরই মধ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে লস অ্যাঞ্জেলেসে।
দাবানল দ্রুত ছড়াতে থাকায় এলাকার প্রায় ৩০ হাজার মানুষকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। ইতোমধ্যে দাবানলে বেশ কিছু ঘরবাড়ি পুড়ে গেছে।
বুধবার (৮ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসি জানায়, ১০ একর থেকে শুরু হয়ে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ১২০০ একরের বেশি এলাকায় দাবানল ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস জরুরি অবস্থা ঘোষণা করেছে। ফায়ার চিফ ক্রিস্টিন ক্রাউলি বলেছেন, ১৩ হাজার ভবন আগুনে পুড়ে যাওয়ার হুমকির মধ্যে রয়েছে।
দাবানল নিয়ন্ত্রণের চেষ্টায় ফায়ার সার্ভিসের শত শত কর্মী কাজ করছেন। কেউ স্থলভাগ থেকে, আবার কেউ উড়োজাহাজ থেকে আগুন নেভানোর চেষ্টা করছেন।
লস অ্যাঞ্জেলেস কাউন্টির ফায়ার সার্ভিসের প্রধান অ্যান্টনি ম্যারন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা বিপদমুক্ত নই।’
বাতাসের গতি আরো বাড়তে পারে বলে আভাস দিয়েছেন তিনি।
এমন সময়ে ওই অঞ্চলে দাবানল শুরু হলো, যখন কিনা সেখানে মৌসুমি সান্তা আনা বাতাস বয়ে যাচ্ছে। আবহাওয়াবিদেরা আভাস দিয়েছেন, এটা ভয়াবহ ঝোড়ো বাতাসে রূপ নিতে পারে, যা এক দশকের মধ্যে দেখা যায়নি।
অন্যদিকে, ওয়াশিংটন পোস্টের খবর অনুসারে, বুধবার (৮ জানুয়ারি) রাতে যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে একটি নতুন তুষারঝড় শুরু হওয়ার পূর্বাভাস রয়েছে, যা শনিবার পর্যন্ত ২০টিরও বেশি রাজ্যে শীতল আবহাওয়া বয়ে আনতে পারে। এসময় এমন কিছু এলাকায় তুষারপাত হতে পারে, যেখানে দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি দেখা যায়নি।