দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে পারেন জাস্টিন ট্রুডো
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ জানুয়ারি ২০২৫, ১২:২১
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার দল লিবারেল পার্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিতে পারেন। সূত্রের বরাত দিয়ে সোমবার এমন খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
ট্রুডোর পদত্যাগের বিষয়টি এখনো আনুষ্ঠানিক নয় বলে খবরে উল্লেখ করা হয়েছে। তবে ঘটনাটি বুধবার ন্যাশনাল ককাস মিটিংয়ের আগেই ঘটতে পারে বলে খবরে বলা হয়েছে।
দলের শীর্ষ পদ ছেড়ে দেয়ার পর ট্রুডো তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রীর পদ থেকেও সরে দাঁড়াবেন কি-না, সেটাও স্পষ্ট নয়।
২০১৩ সালে এমন একটি সময় ট্রুডো লিবারেল পার্টির দায়িত্ব নিয়েছিলেন, যখন দলটি গভীর সঙ্কটে নিমজ্জিত। ওই সময় হাউস অফ কমন্সে তৃতীয় অবস্থানে নেমে গিয়েছিল লিবারেল পার্টি।
আবার এখন তিনি এমন সময় সরে দাঁড়ানোর বিষয়ে আলোচনা হচ্ছে, যখন আগামী অক্টোবরের নির্বাচনে রক্ষণশীলদের কাছে কানাডার লিবারেল পার্টির বাজেভাবে হারার ইঙ্গিত দিচ্ছে জনমত জরিপ করা প্রতিষ্ঠানগুলো।
সূত্র : বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা