০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`
মেলানিয়া ট্রাম্প :

যুক্তরাষ্ট্রের পরবর্তী ফার্স্ট লেডি নিয়ে নির্মাণ হচ্ছে প্রামাণ্যচিত্র

- ছবি : ভয়েস অব আমেরিকা

যুক্তরাষ্ট্রের পরবর্তী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে অ্যামাজন প্রাইম ভিডিও-এর পরিবেশনায় পরিচালক ব্রেট র‍্যাটনার একটি প্রামাণ্যচিত্র তৈরি করতে যাচ্ছেন।

রোববার প্রযুক্তি কোম্পানি অ্যামাজন জানিয়েছে, তাদের স্ট্রিমিং বিভাগ এই ডকুমেন্টারি বছরের শেষের দিকে স্ট্রিমিং ও সিনেমা হলে মুক্তি দেয়ার একচেটিয়া লাইসেন্স পেয়েছে। ডকুমেন্টারির চিত্রগ্রহণ ইতোমধ্যে শুরু হয়েছে।

অ্যামাজন এক বিবৃতিতে জানায়, এই প্রামাণ্যচিত্র দর্শকদের কাছে মেলানিয়া ট্রাম্প সম্পর্কে ‘ক্যামেরার পেছনের নজিরবিহীন তথ্য’ উপস্থাপন করবে। তারা সত্যিকার অর্থে অনন্য এক গল্পের প্রতিশ্রুতি দিয়েছে দর্শকদের।

মেলানিয়া ট্রাম্প নিজেও গত বছর ‘মেলানিয়া’ নামে একটি আত্মজীবনী প্রকাশ করেন। তার স্বামী ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করবেন।

অ্যামাজন ডিসেম্বর মাসে ঘোষণা দেয় যে তারা নবনির্বাচিত প্রেসিডেন্টের অভিষেক ভান্ডারে ১০ লাখ ডলার অনুদান দেবে।

তারা আরো ঘোষণা দেয় যে, ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান তাদের প্রাইম ভিডিও সার্ভিসে লাইভ স্ট্রিম করা হবে।

এ দু’ব্যক্তি অতীতে একে অপরের বিরোধিতা করেছেন। ট্রাম্প তার প্রথম মেয়াদের সময় (২০১৭-২০২১) অ্যামাজনের সমালোচনা করেন এবং বেজসের মালিকানাধীন ওয়াশিংটন পোস্ট পত্রিকার রাজনৈতিক খবর পরিবেশনার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। তবে সম্প্রতি তিনি কিছুটা সমঝোতামূলক অবস্থান অবলম্বন করেছেন। একই সময় অ্যামাজন ও অন্যান্য প্রযুক্তি কোম্পানি নবনির্বাচিত প্রেসিডেন্টের সাথে সম্পর্ক উন্নত করার জন্য সচেষ্ট হয়েছে।

আগামী বছরগুলোতে সরকারি রেগুলেশন শিথিল হওয়ার সম্ভাবনা নিয়ে বেজস উৎসাহ প্রকাশ করে বলেন, তিনি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ সম্পর্কে ‘আশাবাদী’।

মেলানিয়া ট্রাম্পের ওপর নির্মিত ডকুমেন্টারির নির্বাহী প্রযোজক ফেরনান্ডো সুলিচিন। তিনি একজন আর্জেন্টিনিয়ান চলচ্চিত্র নির্মাতা। ডকুমেন্টারির চিত্রগ্রহণ ডিসেম্বরে শুরু হয়েছে।

মেলানিয়া ট্রাম্প তার স্বামীর ২০২৪ সালের নির্বাচনী প্রচারণার উদ্বোধনে অংশ নেন এবং রিপাবলিকান দলের জাতীয় কনভেনশনের সমাপ্তি অধিবেশনে যোগ দেন। কিন্তু তিনি প্রচারণার কর্মসূচী থেকে দূরে থেকেছেন। তবে দায়িত্ব গ্রহণের পর ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে জনসম্মুখে বেশি ভূমিকা পালন করতে হবে।

সূত্র : ভিওএ


আরো সংবাদ



premium cement
হাসিনা-রেহানা-জয়-টিউলিপসহ ৭ জনের ব্যাংক হিসাব তলব ট্রাইব্যুনালে আন্তর্জাতিক মানদণ্ডে পরীক্ষিত ও স্বীকৃত বিচার হবে : অ্যাটর্নি জেনারেল ট্রাম্পের কেনার ইচ্ছা প্রকাশের পর গ্রিনল্যান্ড সফরে তার ছেলে চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া মেসি ও সুয়ারেজের সাথে আবারো দেখা যাবে নেইমারকে! সাবেক ওসি নেজাম উদ্দিনকে মারধরের ঘটনায় পুলিশ অ্যাসোসিয়েশনের প্রতিবাদ সব পাঠ্যবই ছাপা কখন সম্ভব হবে? মিরসরাইয়ে আগুনে পুড়ল বসতঘর ও গবাদি পশু বিমানবন্দরে পৌঁছেছেন খালেদা জিয়া প্রধান উপদেষ্টার সাথে জামায়াত আমিরের বৈঠক সাবেক এমপি আবুল কালাম আজাদের নামে দুদকের মামলা

সকল