০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

ইসরাইলকে ৮ বিলিয়ন ডলারের অস্ত্র দেয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

- ছবি : সিএনএন

ইসরাইলের কাছে ৮ বিলিয়ন (৮০০ কোটি) ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনার কথা মার্কিন কংগ্রেসকে অনানুষ্ঠানিকভাবে জানিয়েছে বাইডেন প্রশাসন। মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস শুক্রবার দু’টি সূত্রে এ তথ্য জানিয়েছে।

শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনএনের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

মার্কিন পররাষ্ট্র দফতর শুক্রবার মার্কিন প্রতিনিধি পরিষদ ও সিনেট কমিটিকে অস্ত্র বিক্রির কথা অনানুষ্ঠানিকভাবে জানায়। নতুন কংগ্রেসের প্রথম দিন এবং বাইডেন প্রশাসন অফিস ছেড়ে যাওয়ার মাত্র কয়েক সপ্তাহ আগে ইসরাইলের কাছে অস্ত্র বিক্রির এই সিদ্ধান্ত নেয়া হলো।

এর আগে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত বছর বাইডেন প্রশাসনকে ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ রাখার জন্য অভিযুক্ত করেছিলেন। নেতানিয়াহুরে এ দাবিকে ‘নিস্ফল’ ও পুরোপুরি অসত্য বলে অভিহিত করেন বাইডেন প্রশাসনের এক দূত।

অস্ত্র বিক্রির এ প্রস্তাবনায় ড্রোনের মতো হুমকি মোকাবিলার জন্য যুদ্ধবিমানের আর্টিলারি শেল এবং এয়ার-টু-এয়ার মিসাইল অন্তর্ভুক্ত রয়েছে বলে অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে।

মার্কিন কর্মকর্তা বলেন, ‘ইসরাইলের দীর্ঘমেয়াদী নিরাপত্তা সহায়তায় যুদ্ধাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে এ প্রস্তাবনা দেয়া হয়েছে।’

ইসরাইলের প্রতিরক্ষার জন্য যুক্তরাষ্ট্র তাদের সহায়তা প্রদান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন তিনি।

সূত্র : সিএনএন


আরো সংবাদ



premium cement