০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন - ছবি : সংগৃহীত

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন। দেশটিতে রাজনৈতিক অস্থিরতা নিয়ে তিনি আলোচনা করবেন।

শুক্রবার দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, প্রতিরোধের কারণে অভিশংসিত প্রেসিডেন্টকে গ্রেফতার করা যায়নি, এতে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে।

এএফপি এক সংবাদে জানায়, দক্ষিণ কোরিয়া ওয়াশিংটনের অন্যতম প্রধান নিরাপত্তা মিত্র তবে দেশটিতে গত ৩ ডিসেম্বর প্রেসিডেন্ট ইউন সুক ইওলের ব্যর্থ সামরিক আইন জারির কারণে একটি সঙ্কটময় পরিস্থিতি তৈরি হয়েছে।

সিউলে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ব্লিঙ্কেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো তাই-ইউলের সাথে সোমবার বৈঠক করবেন।

মন্ত্রণালয় বলেছে, তারা দক্ষিণ কোরিয়া-মার্কিন জোট, দক্ষিণ কোরিয়া-মার্কিন-জাপান সহযোগিতা, উত্তর কোরিয়ার সমস্যা ও আঞ্চলিক এবং বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

ইউনের সামরিক আইন জারি করায় তদন্তকারীরা শুক্রবার তাকে গ্রেফতার করার জন্য পরোয়ানা কার্যকর করার চেষ্টা করেছেন, কিন্তু প্রেসিডেন্টের নিরাপত্তারক্ষীরা তা প্রত্যাখ্যান করেছিল।

এই গ্রেফতারি পরোয়ানার মেয়াদ আগামী ৬ জানুয়ারিতে শেষ হবে। ওই একই দিনে চো-এর সাথে ব্লিঙ্কেনের দেখা করার পরিকল্পনা করেছেন।

গত মাসে ওয়াশিংটন বলেছিল, তারা ইউনের বিভ্রান্তিকর সামরিক আইন জারির পর গণতন্ত্র রক্ষা করতে দক্ষিণ কোরিয়ার সাথে কথা বলবে।
সূত্র : এএফপি


আরো সংবাদ



premium cement
চুয়াডাঙ্গায় সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস থামানোর দাবিতে ট্রেন থামিয়ে অবরোধ দাগনভূঞার বিশিষ্ট আলেম হাফেজ রুহুল আমিনের ইন্তেকাল জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে ৪৩তম বিসিএসে বাদ পড়া ২২৭ প্রার্থীর বিষয়ে পর্যালোচনা বৈঠক বৃহস্পতিবার নোয়াখালীতে ছাত্রলীগের হামলায় তিন সমন্বয়ক আহত, গ্রেফতার ২ ‘থ্রি-জিরো তত্ত্ব’ বাস্তবায়নে ভূমিকা রাখবে সমবায় অধিদফতর : আসিফ মাহমুদ সিংড়ায় সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা বিএনপির সাবেক সংসদ সদস্য এস এ খালেকের ইন্তেকাল পিএসএল প্লেয়ার্স ড্রাফটে ৮ বাংলাদেশী ক্রিকেটার জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ও ডিগ্রি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ইসরাইল লেবাননের সাথে ৩৭৯ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে

সকল