ট্রাম্প হোটেলের বাইরে সাইবারট্রাক বিস্ফোরণে হতাহত ৮
- নয়া দিগন্ত অনলাইন
- ০২ জানুয়ারি ২০২৫, ১১:৩৪
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বুধবার ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের বাইরে একটি টেসলা সাইবারট্রাক বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় সাইবারট্রাকের চালক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো সাতজন।
কর্তৃপক্ষ জানিয়েছে, এটি কোনো সন্ত্রসী কর্মকাণ্ড কিনা তা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই।
এদিকে নিউ অরলিন্সে নতুন বছর উদযাপনের সময় ভিড়ের মধ্যে ট্রাক চালিয়ে নেয়ার ঘটনায় নিহত বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনাটি হওয়ার ঠিক এক ঘণ্টা পরে সাইবারট্রাক বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
লাস ভেগাসে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলটি নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রাম্প অর্গানাইজেশনের একটি অংশ। ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি হোয়াইট হাউসে শপথ গ্রহণ করবেন। টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক ট্রাম্পের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনী ক্যাম্পেইনের একজন প্রধান সমর্থক এবং তিনি নব-নির্বাচিত প্রেসিডেন্টের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
লাস ভেগাসের শেরিফ কেভিন ম্যাকমাহিল এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ট্রাম্প হোটেলের সামনে সাইবারট্রাক বিস্ফোরণে অনেক প্রশ্ন রয়েছে, যার উত্তর দিতে হবে আমাদের।’
তিনি আরো জানান, গাড়ির ভেতরে একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এছাড়াও বিস্ফোরণে সাতজন সামান্য আহত হয়েছেন।
সাইবারট্রাকটি এবং নিউ অরলিন্সে গাড়ি হামলায় ব্যবহৃত গাড়ি উভয়ই কার-শেয়ারিং পরিষেবা ‘টুরো’ থেকে ভাড়া করা হয়েছিল বলে জানান শেরিফ।
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের অ্যাজেন্ট জেরেমি শোয়ারটজ সাংবাদিকদের বলেন, এ ঘটনাটি সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত কি না তা এখনো বলা যাচ্ছে না।
তিনি আরো বলেন, ‘সাইবারট্রাকের চালককে এফবিআই শনাক্ত করেছে। এই গাড়িটি কলোরাডোতে ভাড়া করা হয়েছিল।’ তবে এফবিআই এখনি চালকের পরিচয় প্রকাশ করবে না বলে জানিয়েছেন তিনি।
এদিকে এক্সে (সাবেক টুইটার) দেয়া পোস্টে টেসলার প্রধান ইলন মাস্ক বলেন, ‘খুব বড় আতশবাজি’ থেকে হয়েছে কিংবা ‘ভাড়া করা সাইবারট্রাকটিতে বহন করা বোমা থেকে’ বিস্ফোরণটি ঘটেছে। এটি গাড়ির সাথে সম্পর্কিত নয় বলে দাবি তার।
সূত্র : রয়টার্স