২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন হাসপাতালে ভর্তি

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন - সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন প্রচণ্ড জ্বর নিয়ে সোমবার ওয়াশিংটনের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

সাবেক এই প্রেসিডেন্ট গত কয়েক বছর ধরে বিভিন্ন শারিরীক জটিলতায় ভূগছেন। তার কার্যালয় এই খবর জানিয়েছে।

৭৮ বছর বয়সী ডেপুটি চিফস অব স্টাফ অ্যাঞ্জেল ইউরিনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলেছেন, ‘সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের জ্বর বেড়ে যাওয়ায় পরীক্ষা-নিরীক্ষা করা এবং পর্যবেক্ষনে রাখার জন্য আজ বিকেলে জর্জটাউন ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারে ভর্তি হয়েছেন।’

পোস্টে আরো বলা হয়েছে, ‘তবে তার অবস্থা আগের চেয়ে ভালো।’

এর আগে রক্তের সংক্রমণের কারণে ২০২১ সালের অক্টোবরে কয়েক দফা হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। ক্লিনটন ২০০৪ সালে হৃদরোগে আক্রান্ত হলে চিকিসকের পরামর্শে তার বাইপাস সার্জারি হয়। এর ছয় বছর পর তার হার্টে রিং পরানো হয়।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement