১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১, ১৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

উত্তর কোরিয়ার অর্থ-পাচার চক্রজালের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের ব্রঞ্জের একটি সীল - ছবি : ভয়েস অব আমেরিকা

যুক্তরাষ্ট্র মঙ্গলবার দুই ব্যক্তি ও সংযুক্ত আরব আমিরাতে স্থাপিত একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ অভিযোগে নিষেধাজ্ঞা জারি করেছে যে তারা উত্তর কোরিয়ার সাইবার অপরাধকে সহায়তা প্রদানের জন্য তথ্য প্রযুক্তির কর্মীদের অবৈধভাবে আহরিত কোটি কোটি ডলার ব্যবহার করছে।

যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ এক বিবৃতিতে বলেছে যে দুই ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তারা সংয়ুক্ত আরব আমিরাতে অবস্থিত কোম্পানির মাধ্যমে কাজ করেছে যারা অর্থ পাচার ও ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তরের মাধ্যমে অবৈধ অর্থ পিয়ংইয়ংকে পাচার করেছে।

জাতিসঙ্ঘে উত্তর কোরিয়ার মিশনের কাছে এ ব্যাপারে মন্তব্য চাওয়া হলে তারা তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি।

অর্থ বিভাগ বলছে, মঙ্গলবার উত্তর কোরিয়ার গণ-বিধ্বংসী অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির অর্থায়ন রুদ্ধ করার জন্য ওয়াশিংটন এ ব্যবস্থা গ্রহণ করে।

অর্থ দপতরের সন্ত্রাসবাদ ও আর্থিক গোয়েন্দাবিষয়ক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি ব্র্যাডলি স্মিথ এক বিবৃতিতে বলেন, ‘উত্তর কোরিয়া যখন তার গণ-বিধ্বংসী অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির অর্থায়নের জন্য জটিল অপরাধমূলক পরিকল্পনা, যার মধ্যে রয়েছে ডিজিটাল সম্পদের অপব্যবহার করছে তখন যুক্তরাষ্ট্রের অর্থ দফতর এ চক্রজালকে ব্যাহত করতে তৎপর যারা ওই সরকারকে তহবিল প্রাপ্তির সুবিধা সৃষ্টি করছে।’

মঙ্গলবার যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে তারা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত চীনা নাগরিক লু হুয়াইং এবং ঝাং জিয়ান আর সেইসাথে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক গ্রীন অ্যালপাইন ট্রেডিং এলএলসি। এ পদক্ষেপের কারণে যুক্তরাষ্ট্রে তাদের যেকোনো সম্পত্তি জব্দ করা হয় এবং সাধারণত তাদের সাথে কাজ করতে আমেরিকানদের নিষিদ্ধ করা হয়। যারা তাদের সাথে কোনো রকম লেনদেন করেন, তারাও নিষেধাজ্ঞার ঝুঁকিতে থাকেন।

ওয়াশিংটনে আমিরাতের দূতাবাসের কাছে এ বিষয়ে মন্তব্য চাওয়া হলে তারা তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি।

সূত্র : ভিওএ


আরো সংবাদ



premium cement

সকল