পর্নো তারকাকে ঘুসের মামলায় অব্যাহতি পেলেন না ট্রাম্প
- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ ডিসেম্বর ২০২৪, ২৩:৩১
পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুসের মামলায় অব্যাহতি পেলেন না নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিউইয়র্কের একটি প্রাদেশিক আদালত ট্রাম্পের আইনজীবীদের মামলা প্রত্যাহারের আবেদন বাতিল করে দিয়েছেন।
এসব মামলায় গত ১১ জুলাই তার সাজা ঘোষণার তারিখ জানিয়েছিলেন আদালত। কিন্তু এর আগেই মার্কিন সুপ্রিমকোর্ট একটি আদেশ জারি করেন। ওই আদেশে প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্প যেসব প্রাতিষ্ঠানিক কাজ করেছেন সেসবের জন্য তিনি দায়মুক্ত থাকবেন বলে ঘোষণা করা হয়।
সুপ্রিমকোর্টের ওই আদেশের ভিত্তিতে ট্রাম্পের আইনজীবীরা ট্রাম্পের বিরুদ্ধে হওয়া ঘুস ও নথিপত্র জালিয়াতির মামলা বাতিল করার আবেদন করেন। কিন্তু সোমবার ৪১ পাতার আদেশে বিচারপতি হুয়ান মার্চান বলেছেন, ট্রাম্প সন্দেহাতীতভাবে ব্যক্তিগত কারণে ব্যবসায়িক নথি জালিয়াতির সিদ্ধান্ত নিয়েছিলেন। এ কারণে এই মামলার বিচারকাজ তার কার্যনির্বাহী কর্তৃত্ব এবং সেটির বাস্তবায়নের ওপর কোনো হুমকি তৈরি করবে না।
এ রায়ের বিষয়ে তাৎক্ষণিকভাবে ট্রাম্পের আইনজীবীদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন ট্রাম্প। এই মামলায় ট্রাম্পের সাজা ঘোষণার তারিখ ছিল গত ২৬ নভেম্বর।
সূত্র : রয়টার্স