১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জাপানের পরলোকগত প্রধানমন্ত্রীর স্ত্রীর সম্মানে নৈশভোজ ট্রাম্পের

সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্প - ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানের পরলোকগত প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের বিধবা স্ত্রী আকিয়ে অ্যাবের সম্মানে নৈশভোজের আয়োজন করেন। এতে তাদের সাথে ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ছিলেন।

রোববার ফ্লোরিডায় মার-এ-লাগোর বাসভবনে এ আয়োজন করেন ট্রাম্প।

বার্তা সংস্থা এএফপি জানায়, প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্প তার প্রথম মেয়াদের সময় আকিয়ে’র (৬২) সাথে দেখা করেছিলেন। সেই সময়ে অ্যাবের সাথে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

মেলানিয়া ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে বলেছেন, ‘আরেকবার মার-এ-লাগোতে মিসেস আকিয়ে অ্যাবের সম্মানে এ আয়োজন একটি সৌভাগ্যের বিষয়। আমরা তার পরলোকগত স্বামী ও সাবেক প্রধানমন্ত্রী অ্যাবেকে ভালোবাসার সাথে স্মরণ করছি এবং তার অসাধারণ এই উত্তরাধিকারীর সম্মানে এ আয়োজন করেছি।’

পোস্টটিতে মেলানিয়া ও তার স্বামীর (ট্রাম্প) মাঝে আকিয়েকে দাঁড়িয়ে থাকা একটি ফটোও রয়েছে। ছবিতে ট্রাম্প তার স্বভাব থাম্বস-আপ পোজটি দিয়েছেন।

আকিয়ের স্বামী ২০২২ সালে আততায়ীর হাতে নিহত হন। জাপানের বর্তমান প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা’র সাথে ট্রাম্পের বৈঠকের আগেই আকিয়ের আয়োজনে তিনি এ নৈশভোজের আয়োজন করলেন।

আকিয়ের কোনো রাজনৈতিক পদ নেই।

একটি ধনী জাপানি পরিবারের কন্যা আকিয়ে ১৯৮৭ সালে শিনজো অ্যাবেকে বিয়ে করেন এবং জাপানের প্রধানমন্ত্রী হিসেবে তার মেয়াদকালে প্রথম ২০০৬ থেকে ২০০৭ এবং তারপরে আবার ২০১২ থেকে ২০২০ পর্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

২০২২ সালের ৮ জুলাই নারাতে একটি রাজনৈতিক প্রচারণা সমাবেশে বক্তৃতা করার সময় অ্যাবেকে গুলি করে হত্যা করা হয়।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
কিশোরগঞ্জে জেলা প্রশাসকের অনুষ্ঠানে জয় বাংলা স্লোগান, তোলপাড় ‘ফিলিস্তিন’ লেখা ব্যাগ নিয়ে পার্লামেন্টে প্রিয়াঙ্কা, যা বলল বিজেপি ‘ইসরাইলি শাসকদের গ্রেফতার করা আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য রাষ্ট্রগুলোর দায়িত্ব’ মহান বিজয় দিবস উপলক্ষে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধীতে বিজিবির শ্রদ্ধা উইলিয়ামসনের সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের সুবাস পাচ্ছে নিউজিল্যান্ড কোরবানীর ঈদকে সামনে রেখে ট্যানারির সমস্যা সমাধানের চেষ্টা করছি : বাণিজ্য উপদেষ্টা ভাঙ্গায় বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শুরু বাংলাদেশ নারী দলের গাজায় নিহতের সংখ্যা ছাড়ালো ৪৫ হাজার সন্ধ্যা ৬টা থেকে যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ বিজয় দিবসের শোভাযাত্রায় যুবলীগের হামলা, আহত ৬

সকল